আমাদের কথা খুঁজে নিন

   

রাজা যায় রাজা আসে, বদমাশরা কিন্তু বহাল তবিয়তেই থাকে



আইন সচিব কাজী হাবিবুল আউয়াল এক খেলা দেখাল বটে। কৌশলে দু'দুজন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সরকারকে যেমন নাকানিচুবানি খাওয়াল, একখান ব্যাটাই বটে। সরকারকে জনগণের কাছে কেমন হাল্কা করে ছেড়ে দিল। সরকারের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে বেশ ক'দিন সেটা উপভোগ করলো। সব দোষ সরকারের ঘাড়ে চাপিয়ে শেষ রক্ষা না করতে পেরে নিজে ক্ষমাও চেয়ে নিল।

আর বুর্বক সরকার দাঁত কেলিয়ে হাসল। এই সকল শিয়ালের মত ধূর্ত সচিবগুলোই কিন্তু এমনি করেই প্রতিটি সরকারকেই ডুবায়। এটা বুঝবার মত ক্ষমতাও আমাদের দেশের তথাকথিত রাজনীতিবিদদের নেই। বার বার তারা এদের জালেই জড়িয়ে যায়। এ সকল ধূর্তদের এই মূহুর্তেই না তাড়ালে সরকারকে আগামী প্রতিপদক্ষেপেই হোঁচট খেতে হবে।

এই সকল ধূর্তদের প্রশ্রয় দিলে ক্ষমতা হারিয়ে ডুগডুগি বাজাতে হবে। এরা দেশ ও জাতির কলঙ্ক। এদের বিদেয় করে জাতিকে কলঙ্কমুক্ত করুন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.