আমাদের কথা খুঁজে নিন

   

রাজা কার?

কথা শেষ। রাজা কার? -জায়মান কেবল পড়ে থাকে রাত্রি, সময়ের 'পরে উবু হয়ে বিস্তীর্ণ একাকী। হালের দিগন্ত পাড়ি জমায় মাঠে হাওয়ায় শূন্যতার পাশ কেটে; অবিরাম নিস্তব্ধ। আমি রাস্তার ধারে শকুন পুষি রোদে আর ছায়ায় পিশে পিশে। আর্তনাদের হুঙ্কারে জানান দেয়া আবহকে পাশ কাটিয়ে আমার সদায় পূর্ণ বাজারের থলেতে করলা ভরি, বিকট আর তিক্ততায় পূর্ণ। শকুনেরা আমায় তাড়ায় সারাবেলা, একটি একটি করলা খাবার আশায়। এ'তো তাদের খাবার নয়, আমার খাবার! তাই করলারা কখনও লাশ হয়না, সবুজ রক্ত বেরোয় না প্রাণ ভেদে। তাদের তিক্ততায় ভিন্ন স্বাদ খুজে পাই নিরামিষে। তাই শকুনেরাও ক্ষমা করে না আমায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.