আমাদের কথা খুঁজে নিন

   

দেশের কিছু সংকটময় মূহুর্তে "সুবোধ বালক" মার্কা চিন্তাভাবনা বাদ দেয়াই মঙ্গল।



নীচের লেখার মূল অংশটা কমেন্ট হিসাবে দিয়েছিলাম একটি পোস্টে। আরও কিছু কথা যোগ করলাম। যারা হরতাল এর বিরোধিতা করছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা.... ১) বেশীর ভাগ মানুষ হরতালের বিরূদ্ধে হলেই কিন্তু হরতাল খারাপ হয়ে যায়না। এই বেশীরভাগ মানুষকে অজ্ঞ রাখার পেছনে আপনাদের পত্রিকা প্রথম আলোর ভূমিকা টা কিন্তু কম নয়। এই পত্রিকাগুলো জণগনকে চুক্তি গুলোর পেছনে বাংলাদেশকে নাইজেরিয়া বনানোর যে চক্রান্ত আছে, তা না জানালে কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হবে।

২) আপনারা হরতালের ক্ষতির দিক হিসাবে দেশের একবেলা ব্যবসায়িক ক্ষতির দিকটাই শুধু দেখলেন, কিন্তু মনে রাখতে হবে দেশটা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। বিদেশের কোম্পানীর কাছে দেশকে বন্ধক দেয়াটা ঠেকানো "ফরজে আইন"। ৩)বামদের অনেক নীতি, আদর্শ কিংবা কার্যপদ্ধতি এবং অধ্যাপক আনু মুহাম্মদ ছাড়া অনেকের সততা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু দেশের খনিজ সম্পদের ব্যাপারটায় তারা কানসাট থেকে শুরু করে এখন পর্যন্ত যেভাবে উচ্চকিত থেকেছে, তার কতটা আমরা পেরেছি? আপনারা কি মনে করেন যে বিএনপি সরকারের বিরূদ্ধে সুবোধ বালক মার্কা আন্দোলন করে কয়লাখনির ব্যাপারে দাবী আদায় সম্ভব হতো? ৪) বিবিসির সংলাপে অংশ নেয়া সুশীল এবং আমাদের অধিকাংশের মতো মধ্যবিত্তের সমস্যা হলো যে, আমরা নগদ লাভ খুঁজি, আর যারা দেশ রক্ষার চেষ্টা করছে, তাদের ভুল ধরি। আর এই বালির মধ্যে মুখ গুজে থাকা মধ্যবিত্তের প্রমোটার হচ্ছে আমাদের প্রথম সারির পত্রিকাগুলো। সর্বোপরি, এই হরতালের কারণে হলেও পত্রিকাগুলো বিষয়টাকে হাইলাইট করছে, মানুষ এটা সম্পর্কে আরও ভাল জানছে - এটাও কম পাওয়া না।

যদিও ১৯৭১ এর সাথে কিছুরই তুলনা চলেনা, তবুও বলি..... বাঙ্গালীর গণআন্দোলনের ভাষা পাকিস্তানীরা যেমন বুঝেছিল, বিএনপি যেমন বুঝেছিল, তেমন আওয়ামী লীগকেও বুঝতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.