আমাদের কথা খুঁজে নিন

   

আমার স্বপ্ন ২০২১



আমি লক্ষীপুর-৩ আসনের একজন স্থায়ী বাসিন্দা। শৈশব বাবার মুখে শুনেছি মুক্তিযুদ্ধের গল্প, শুনেছি স্বাধীন বাংলাদেশ নিয়ে স্বপ্নের কথা। স্বপ্নের কথা শুনতে শুনতে কখন যে আমিও আমার দেশ ও এলাকা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি বলতে পারব না। ২০২১ সালে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদ্জাপিত হবে। এই সুবর্ণজয়ন্তী সফল করতে আমার এলাকা নিয়ে আমার ‘২০২১ সালের স্বপ্ন '-কথা তুলে ধরছি।

আমি স্বপ্ন দেখি প্রান্তীক কৃষকশ্রেণীর মাঝে বিনামূল্যে সার, বীজ ও বনায়নের জন্য চারাগাছ বিতরণ করা হবে, পাট ও কৃষিজাত পণ্য তৈরী একটি কারখানা হবে, অত্যাধুনিক গবেষণাগারসহ একটি বিশ্ববিদ্যালয় হবে, একটি রেল ষ্টেশন হবে, এলাকায় নিজস্ব একটি এফ.এম রেডিও ষ্টেশন থাকবে। যার মাধ্যমে নারী নির্যাতন, বাল্য বিবাহ, শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা তৈরী করবে, কৃষি তথ্য, স্বাস্থ্য ও শিক্ষার গুরুত্ব, সরকার এলাকার উন্নয়নে কি কি পদক্ষেপ নিচ্ছে, একজন নাগরিকের কোন অসুবিধা হলে কোথায় গেলে প্রয়োজনীয় সাহায্য পাবে এবং জন কল্যাণকর বিভিন্ন অনুষ্ঠান দল মতের উপরে থেকে সঠিক তথ্য পরিবেশন করবে। আমার এলাকায় চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ থাকবে। পঁচনশীল কৃষিজাত পণ্য সংরক্ষনের জন্য একটি হিমাগার থাকবে, এতিমখানা হবে। পর্যাপ্ত শিক্ষক, চিকিৎসকসহ স্কুল-কলেজ ও হাসপাতাল থাকবে, ঔষধ ও শিক্ষা সামগ্রী বিনা মূল্যে প্রদান করা হবে।

বেকার, বিধবা, প্রতিবন্ধী, মেধাবী শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা থাকবে। প্রতিটি ইউনিয়নে উন্নতমানের লাইব্রেরী, শিশু পার্ক হবে। বর্তমানে থাকা ষ্টেডিয়ামটি আন্তর্জাতিক মানের হবে। আমার শহরে পরিবেশ বান্ধব যানবাহন, যোগাযোগের আধুনিক ব্যবস্থা থাকবে। আমার এলাকা সন্ত্রাসী, চাঁদাবাজী, ডাকাতি, নারী নির্যাতন, বাল্য বিবাহ, শিশুশ্রম মুক্ত থাকবে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অত্যাধুনিক নিরাপত্তা সরঞ্জাম থাকবে, পাশাপাশি তাদের জন্য সফল অপারেশন মানি ব্যবস্থা থাকবে। ন্যায্য মূল্যে ভেজাল মুক্ত খাবার প্রতিটি নাগরিক পাবে। এলাকার খাল গুলোতে আগের মত স্রোত প্রবাহিত হবে। আমি আরও স্বপ্ন দেখি আমার এলাকার যুদ্ধাপরাধীরা শাস্তি পাবে এবং মুক্তি যোদ্ধারা যোগ্য সম্মান পাবে এবং আমার এলাকার সাংসদ ক্লান্তিহীন ভাবে তার নির্বাচনী ওয়াদা পূরণ করে চলছেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.