আমাদের কথা খুঁজে নিন

   

তাহরির স্কয়ার , অকুপাই ওয়াল স্ট্রিট ও প্রজন্ম চত্তর আন্দোলনের মধ্যে ভিন্নতা কি ?

তাহরির স্কয়ার আন্দোলন ছিল , উদ্দাম তারুণ্যের স্বৈরাচার বিরোধী একনায়কের বিরুদ্ধে রাজনৈতক পট পরিবর্তনের সংগ্রাম । অকুপাই ওয়াল স্ট্রিট সাম্রাজ্যবাদী অর্থনীতির বিরুদ্ধে প্রতিবাদ । দুটারই আন্দোলনকারির ওপর শাসক শ্রেনীর তরফ থেকে নির্যাতন নেমে এসেছে , মানুষকে জীবন ,রক্ত দিয়ে মুল্য পরিশোধ করতে হয়েছে । প্রজন্ম চত্তর আন্দোলন মুলত যুদ্ধাপরাধের রায়ের বিরুদ্ধে অপরাধীদের সর্ব্বচ্চ শাস্তি নিশ্চিতের জন্য সরব প্রতিবাদ। ব্লগার ও অন লাইন একটিভিস্টদের অদলীয় আন্দলোন কিনতু চলমান শাষক শ্রেনীর সসমর্থন পুস্ট ।

প্রজন্ম চত্তর এর আন্দোলন কারিদের দাবি তারা মুক্তি যুদ্ধের চেতনা ধারন , বহন , অনুশীলন ও লালন করে । তারা স্বাধীনতা উত্তর কালের কলঙ্ক মোচনে বদ্ধ পরিকর , মুক্তি যুদ্ধের আসমাপ্তকে সমাপ্ত করতে নিবেদিত ,প্রতিশ্রুতি বদ্ধ । এই আন্দলোনের সাথে শাসক ও শোষক শ্রেণীর সহমর্মিতা প্রকাশের কারন এই নয় যে তারা এই আন্দলোনের মুল চেতনার সাথে ঐক্যমত পোষন করে । আইনের যে ফাঁক ফোকর দিয়ে আসামী কাদের মোল্লা বেড়িয়ে গিয়েছিল এবং তার বিরুদ্ধে রাষ্ট্রের আপীল করার সুযোগ না থাকার আইনটি ও অনেক ঢাক ঢোল পিটিয়ে এরাই প্রণয়ন করেছিল । প্রশ্ন থেকে যায় , এই ফাঁক ফোকর রেখে কার জন্য ,কি উদ্দেশ্যে , কার স্বার্থে এই আইন প্রনীত হয়েছিল ? জনমতের চাপে নিজেদের মুখরক্ষার জন্য আজ আইনের সংশোধনী আসছে , তাকে সাধুবাদ ।

কিনতু তারা তাদের এই কৃত কর্মের জন্য অনুশোচনা থেকে জাতির কাছে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করেছে কি ? করে নাই । সচেতন মহল ও প্রসঙ্গটি এড়িয়ে যাচ্ছেন। মনে রাখতে হবে, চলমান আন্দোলন কে সমর্থনদান , ক্ষমতাসীন শোষক শ্রেণির ও ক্ষমতার বলয়ের বাইরের যুযধমান রাজনৈতিক দল গুলোর মধ্যে কার অর্ন্তদ্বন্ধ। অপরাধীদের সর্বচ্চ শাস্তি নিশ্চিত করার অদলীয় আন্দলোন থেকে বর্তমান শাসক শ্রণী রাজনৈতিক প্রতিপক্ষ, বিরোধী ও বৈরি রাজনৈতিক দল গুলোকে কোন ঠাসা করে রাজনৈতিক ফায়দা তোলায় সচেস্ট । প্রজন্ম চত্তর আন্দোলনকে সার্ব্জনীন রুপদান করুন , জাতীয় ঐক্য গড়ে তুলুন , আন্দোলনকে দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যাবহার হতে দেবেন না ।

প্রজন্ম চত্তর এর আন্দোলন নিশ্চয়ই কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের আন্দোলন না । ধন্যবাদ সকলকে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.