আমাদের কথা খুঁজে নিন

   

আবারও উত্তাল তাহরির স্কয়ার, নিহত ১

আন্দোলনকারীদের বিক্ষোভে আবারও উত্তাল হল মিশরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ার। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশের গুলিতে কমপক্ষে একজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ১৬ জ। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

২০১১ সালের সেনাবিরোধী আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার তাহরির স্কয়ারে আন্দোলনকারীরা জড়ো হয়। তারা সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ও বর্তমান সেনাশাসিত সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে।

এ সময় তারা পাথর ছুড়ে বিক্ষোভ করে। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে।

২০১১ সালের ১৯ নভেম্বর মোবারকের ক্ষমতাচ্যুতির ঠিক নয় দিন পর আন্দোলনকারীরা বিক্ষোভ করে। সে সময় নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হন। আহত হয় প্রায় ৩ হাজার মানুষ।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.