আমাদের কথা খুঁজে নিন

   

নিজের উপর আস্থাহীনতা... অতপর: আস্তিক-নাস্তিক ...নোংরামি



ব্যস্ততার কারনে গতরাতে সামুতে ছিলামনা। সকালে ঘুম ভাংগার পরে সামুতে ঢুকেই আস্তিক-নাস্তিক ...পোষ্টর ছড়াছড়ি এবং উভয় পক্ষের অশালীন মন্তব্য পড়ার পর স্বাভাবিক ভাবেই মন খারাপ। যে সমস্থ নাস্তিক ( যদি ও ব্যাপারটা আমি ভালো বুঝিনা, ব্যক্তিগত ভাবে সব কিছুর পর সৃষ্টিকর্তার উপর আমি আস্থা রাখতেই ভালবাসি) অন্যের ধর্মীয় ( হতে পারে যে কোন ধর্ম) অনুভুতিতে আঘাত লাগতে পারে এমন লিখা বা মন্তব্য করেছেন, তারা তাদের নিজস্ব বিশ্বাস বা মতের উপর আস্থাহীনতায় ভুগছেন। অনুরুপভাবে আস্তিক বলে যারা গলা ফাটাচ্ছেন , তারা দয়া করে মনে রাখবেন আপনি যেমন আপনার বিশ্বাস কোন নাস্তিকের কারনে পরিহার করবেন না , তেমনি কোন নাস্তিক ও আপনার কথায় তার মত পালটাবেনা। আমরা যারা ব্লগে লিখি ( যদি ও আমি পড়তেই বেশী পছন্দ করি) , তারা এখানে কার ও কাছে ধর্ম শিক্ষা নিতে আসিনি।অনুরুপভাবে নাস্তিক মতবাদে দীক্ষা নিতে ও আসিনি। যে সমস্থ কুরুচিপুর্ন মন্তব্য , পাল্টা মন্তব্য ব্লগে লিখেছেন আমার ধারনা ব্যক্তিজীবনে আমরা বোধহয় এগুলি কখনোই চর্চা করিনি। আর কেউ যদি হিট বাড়ানোর জন্যে এগুলি পোষ্ট দিয়ে থাকেন , তাদের কাছে অনুরোধ সামুতে অনেক ভাল ব্লগার আছেন যাদের লেখা পাবার জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় থাকি বা হয়তো আপনি ও অপেক্ষা করে থাকেন, তাদের মতো লিখুন, হিট এমনিতেই বেড়ে যাবে। ক্ষমা চাচ্ছি অনেকটা উপদেশমুলক লিখা হয়ে যাওয়াতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.