আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষামন্ত্রী কি ঘাস খান না কাটেন?

A candle loses nothing if it is used to light another one. প্রথম আলোতে কয়েকদিন লেখালেখি হওয়ার পরও গতকাল ও আবার ঢাকা বোর্ড এ ssc প্রশ্ন পত্র ফাস হইছে।তাহলে যারা পড়াশোনা করে সারা বছর ধরে প্রস্তুতি নিয়ে যদি পায় ৮৫ আর যে প্রশ্ন ফাস করছে সে পাবে ৯৮।মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা হবে না বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে।তখন এই যে পার্থক্য হইতেছে এটা কে দেবে।ঢাকা বোর্ড না নুরুল ইসলাম নাহিদ আপনি? পত্রিকায় আসার পরও সরকার বা মিডিয়ার এত উদাসীনতা কেন বুজলাম না?যারা প্রশ্ন পায় নাই তারা যেন মহা অন্যায় করে ফেলেছে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুমি তা জানলে না। কেই কি নাই যে এটার প্রতিকার করবে।না শিক্ষামন্ত্রী কি দেখে ও দেখেন না।প্লিজ ভাই সবাই একটু এ ব্যাপারে লেখেন,সরকার বা মিডিয়ার যেন ট্নক নড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.