আমাদের কথা খুঁজে নিন

   

কাঁচের প্লেট ভেঙ্গে টুকরো টুকরো শব্দ

আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে

কাঁচের প্লেট ভেঙ্গে টুকরো টুকরো শব্দ ------------------------------------------------------- ১) হয়েছিল কি কখনও এমন শূন্যে দুপা রেখেই পার হয়েছো সমুদ্র তারপর চলে এসেছো কোন বন্দরে সেইখানে তুমি আগুন দেখেছো নত হয়ে গুজে দিয়েছো মস্তক যা গলে-গলে অদৃশ্য হয়ে গেলো তারপর নাগরিক জানলায় বোকা বউয়ের চোখে এক রাশ মিথ্যা নিয়ে তুমি ভোর হয়ে উঠো ২) আমাদের নিজস্ব শব্দ গুলো প্রজাপতির পাখায় তেতুলের পাতায় লিখে রেখে নশ্বরের বুকে যখন মিলিয়েছি বুক জেনে গেছি শ্মশানের আগুন বা ঘন অন্ধকার কবরের সীমানা অতিক্রম করার ক্ষমতা নাই পথিকের শব্দতো নশ্বর নয়? প্রস্তরযুগের শব্দটি কানে এসেছিল বলেই আগুন চিনেছি অথচ আমার শব্দগুলো চাপিয়ে দেয়া নাগরিক হ্রর্ষে ক্রমশঃ হারিয়ে যাচ্ছে শব্দগুলো গলে যাচ্ছে নাগরিক উত্তাপে ------------------------------- আল্লাইয়ার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।