আমাদের কথা খুঁজে নিন

   

কাঁচের কফিন...

....

গতকাল অনেকদিন পর ২টা মুভি দেখলাম। একটা হলো থ্রী হানড্রেড আরেকটা ট্রয়। ট্রয় টা আগেও দেখসিলাম.... আজ হঠাৎ অদ্ভুত একটা ব্যপার মনে হলো। সেসময়ের যুদ্ধ গুলো কেমন যান ছিল। যারা যুদ্ধ করতো...সোর্ড আর শিল্ড নিয়ে ...ফেস টু ফেস।

তাদের কে হিংস্র মন হতে পারে যে কারও। কত অবলীলায় একটা জীবন্ত মানুষ কে শেষ করে ফেলত। ঠিক আমরা যেভাবে উড়ন্ত মশা মেরে ফেলি। .......কিন্তু তাদের মাঝে আমি একটা আশ্চর্য রকম সাহস খুজে পাই...হয়তো ঠিক সাহস না এটা .তার চেয়েও বড় কিছু...উমম..কনফিডেন্স...আসলে তারা যেটা চাইত সেটা তারা যেকোনো মূল্যে পেতে চাইত ...এটাকে এক কথায় কি বলা যায়?..মুল্য টা তাদের নিজের জীবন ...এক্সট্রিম পেইন...হোয়াট এভার। কিন্তু কিছু একটা তাদের চাই ই চাই।

..........এরকম একটা মানষিকতা ছাড়া আমার মনে হয়না ঐ ভাবে যুদ্ধ করা যায়.... **************************** **************************** আমি কেন এটা পারিনা... একটা কিছু এত ডেসপারেটলি চাইতে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।