আমাদের কথা খুঁজে নিন

   

কাঁচের দেয়াল

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

কাঁচের দেয়াল দাঁড়িয়ে দুজন এপাশ ওপাশ, মাঝখানে এক কাঁচের দেয়াল; অবাক চোখে দেখছি তোমায়, তুমিও আমায় করছো খেয়াল। ইচ্ছে হলে ভাঙ্গতে পারি, কাঁচের দেয়াল যখন তখন; ভয় যে শুধু সেই আঘাতে, ভাঙ্গে যদি তোমার মন। আলোর মত নিত্য আমার, তোমার মনে যাওয়া আসা; কাঁচের দেয়াল পারে কী তাই, আটকাতে সেই ভালবাসা। হঠাৎ প্রেমের প্রবল ঝড়ে, ভাঙ্গলো যখন কাঁচের দেয়াল; সব ব্যবধান ঘুচিয়ে দুজন, দাঁড়িয়ে আছি সমান্তরাল। (সংশোধিত)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।