আমাদের কথা খুঁজে নিন

   

সাদা রঙের কাঁচের সপ্ন



এটা কি ?ভালোবাসা লোভ নাকি কষ্ট । তবে হিংসা ভীষন হয় তার জন্য যে তোমার পাশে এসে দাঁড়বে । যাকে তুমি নিয়ে যাবে সমদ্র নগরে । সেন্টমাটিনের ভেসে যাওয়া জোৎস্নায় তার হাত ধরে হেটে বেড়াবে খালি পায়ে তার চাঁদ রং শাড়ি ,কন কন করে শব্দ কর সাদা রং চুড়ি ,আর পিঠ ভরা লম্বা খোলা কালো চুলের অদভূত সৌন্দযে তুমি মগ্ন । এ ও কি সহ্য করা যায় ।

এই সপ্ন তোমার অনুভূতি দিয়ে আমার চোখে দেখা । আমি কষ্ট পাই ভেঙে পড়ি । তোমাকে আর কত বার আমি ঠেলে দেব অন্ধকারে । তুমি বেঁচে খাকো ভালো । ভালোবাসায় নিঃশ্বাস নাও ।

আমি তাকে ক্ষমা করে দিলাম । তোমাকে শক্ত করে জড়িয়ে রাখুক সারা জীবন তবে প্রথম সপ্নটা দেব না । প্রাপ্তী আমার থাক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.