আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ এবার চিমটি খেল ভিয়েতনামের কাছে...নাকটা এখন কই?

[img|http://media.somewhereinblog.net/images/thumbs/faisalrocks_1362317154_1-480499_10200096367710576_1392961036_n.jpg]

চিন্তা করতে পারেন সেই ভিয়েতনাম যা একসময় ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল...আজ তারা কোথায় চলে গেছে জানতে চান? . . . . খবরটি আমি লিংক না দিয়ে পাঠকের স্বার্থে হুবহু তুলে দিচ্ছি (সমকালের সৌজন্যে) ভিয়েতটেলের হাতে যাচ্ছে টেলিটক ভিয়েতনাম চাইলে টেলিটককে ভিয়েতটেলের হাতে ছেড়ে দেওয়া হবে। তবে ভিয়েতটেল এ বিষয়ে এখনও কোনো প্রস্তাবনা পাঠায়নি। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিয়া আহমেদ ইতিবাচক মন্তব্য করেছেন। তবে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মুজিবুর রহমান মুখ খুলতে নারাজ। জানা গেছে, টেলিটকের সর্বোচ্চ ৪৯ শতাংশ শেয়ার ভিয়েতনামের রাষ্ট্রনিয়ন্ত্রিত কোম্পানি ভিয়েতটেলের হাতে ছেড়ে দিতে রাজি সরকার।

তবে এক্ষেত্রে অপারেটরটির নাম এবং লোগোতে কোনো পরিবর্তন করা যাবে না। তাছাড়া বর্তমানে যারা টেলিটকে কাজ করছেন তাদের সবাইকে ধরে রেখে বিভিন্ন পর্যায়ে বাড়তি লোক নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। তবে ব্যবস্থাপনা পর্যায়ে ভিয়েতনামের উল্লেখযোগ্যসংখ্যক জনবল যুক্ত হতে পারে। বলা হচ্ছে, এ মাসের মধ্যেই ভিয়েতনাম থেকে আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব আসছে। এর সবটাই টেলিটকে নেওয়ার চেষ্টা চলছে।

এ প্রসঙ্গে কথা বলতে গেলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, চুক্তিটি হলে তা আমাদের জন্য খুবই লাভজনক হবে। তিনি জানান, ২০ বছরের বিনিয়োগ চুক্তির প্রথম পাঁচ বছর বিনিয়োগকারীরা কোনো লাভই নিতে পারবেন না। পরের ১৫ বছরে লাভের অংশ দুই পক্ষের মধ্যে ভাগাভাগি হবে। তবে কিসের ভিত্তিতে তা ভাগাভাগি হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। মন্ত্রী বলেন, অবকাঠামো নির্মাণের অংশ হিসেবে প্রথমেই দেশের সব স্কুল-কলেজকে ইন্টারনেট সংযোগের আওতায় আনবেন বিনিয়োগকারীরা।

তারপর টেলিটকের মাধ্যমে বাড়ানো হবে মোবাইল যোগাযোগের কার্যক্রম। বিটিআরসির চেয়ারম্যান এ বিষয়ে সমকালকে বলেন, টেলিটক বিষয়ে একটা কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। যেভাবে চলছে সেভাবে সবকিছু চলতে দেওয়ার কোনো মানে হয় না। সে কারণেই ভিয়েতনামসহ অন্য যে কোনো দেশের প্রস্তাবই আমাদের বিবেচনায় নিতে হবে। সরকারের চিন্তাভাবনা যখন এই, তখন টেলিটককে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) একটি অধিভুক্ত কোম্পানি হিসেবে নেওয়ার জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি প্রস্তাব দিয়েছে।

সরকারের দিক থেকেও এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়ে আছে। বিটিআরসির চেয়ারম্যান বলেন, বিটিসিএল-টেলিটক এক ছাতার নিচে এলেও ভিয়েতটেলের বিনিয়োগে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ টেলিটক অধিভুক্ত কোম্পানি হলেও প্রতিষ্ঠানটির সবকিছু আলাদাই থাকবে। আমাদের ভবিষ্যৎ কি বলতে পারেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.