আমাদের কথা খুঁজে নিন

   

নারীর ক্ষমতায়নের নতুন দিক!

প্রেম ছিল, আশা ছিল

রোজার আগে চুরি, ছিনতাই, ডাকাতি, জিনিসপত্রের দাম এবং সংসারে অশান্তি সবই বেড়ে যায়। মজার একটা তথ্য পেলাম এই সময় নাকি ঢাকাতে ফকিরের সংখ্যাও বাড়ে। দেশের বিভিন্ন স্থানের ফকির এইমাসে ঢাকায় জড় হয়। আবার ফকিরের এজেন্টরা নাকি পুরানোদের দায়িত্ব দেয় নতুন কর্মী সংগ্রহের জন্য। কথাটা কিছুটা হলেও বোধহয় সত্য।

ইদানিং রান্তায় ফকিরের উৎপাত একটু বেশীই মনে হচ্ছে। রাস্তার ট্রাফিক সিগনালে বা রিক্সা থেকে নামার সময় একসাথে ঘিরে ধরছে ফকিরের দল। ফকিররা কখনও একা, কখনও দল বেঁধে আবার কখনও স্বামী-স্ত্রী (একজনের স্বামী অন্যজনের স্ত্রী এই হিসাবেও হতে পারে) দুজনে বেরিয়ে পড়ে রাস্তায়। শোনা যায়, দল বেঁধে গান গেয়ে যারা ভিক্ষা করে তাদের আয় নাকি অন্যদের চেয়ে একটু বেশী। অভিজাত আবাসিক এলাকা এদের বেশী পছন্দ।

চার-পাঁচ জনের এই দলে সাধারণত নারী সদস্য দেখা যায়না। তবে গুলশানে দেখলাম এই রকম একটি দল আর এই দলের সব সদস্যই নারী। বলা যেতে পারে নারীর ক্ষমতায়নের একটা নতুন দিক! ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি। দুপুর রোদে পঙ্গু স্বামীর গাড়ী ঠেলে ঠেলে ভিক্ষা করছে এক মহিলা। এক ভদ্রলোক মহিলাকে বললেন- এই রোদের মধ্যে সারাদিন গাড়ী ঠেলছো তোমার কষ্ট হয়না।

ওমা কষ্ট হবে কেন? এখন আমি গাড়ী ঠেলছি কিছুক্ষন পর আমি গাড়ীতে বসবো সে ঠেলবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।