আমাদের কথা খুঁজে নিন

   

জ্বর

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

জ্বর একা একা ভুগছি জ্বরে প্রেমেরই কারণ, বললে তুমি ছোঁয়াচে রোগ শুনিনি বারণ। নাপা খেয়ে জ্বর কমেনা টেম্পারেচার যা আছে তাই, বুঝতে পারি তোমার হাতের জলপট্টি চাই’ই চাই। হঠাৎ কেমন কাঁপতে থাকি মুখে শুধু তোমার নাম, ডাক্তার এসে চিন্তায় পড়ে ওষুধে কেন হয়না কাম। কেমন করে বুঝাই বলো রোগ যে আমার দেহে নয়, প্রেম ভাইরাস মনটা জুড়ে সহজে কী ভাল হয়? পারো যদি একবার এসে অগোচরে দিও দেখা, জ্বর কোথায় পালিয়ে যাবে এমনই ওষুধ চোখের দেখা। শুয়ে শুয়ে ভাবছি এখন আসবে তুমি কাল বিকেলে, জ্বর আমার পালিয়ে যাবে তোমার কাছে একলা ফেলে। (সেহরী খেতে উঠেছিলাম রোজা থাকবো বলে। সবাই বারণ করলো জ্বর শরীরে রোজা না রাখতে। অগত্যা কি আর করা! ভোর বেলায় একটা ছড়া লিখে ঘুমাতে গেলাম। সবাই ভাল থাকুন।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।