আমাদের কথা খুঁজে নিন

   

জ্বর

বেশ কিছুদিন থেকে একটা বিষয় লক্ষ্য করে আমি মর্মাহত, দু্ঃখিত, এবং ব্যথিত। বিষয়টা হচ্ছে জ্বর। আমি খুবই দুঃখের সাথে লক্ষ্য করলাম আমার শরীর এবং জ্বর নামক ব্যধি ষড়যন্ত্রমূলক ভাবে আমার পেছনে লেগেছে। বিনা উস্কানিতে এই ধরনের এহেন কার্য আমি কোন ভাবেই মেনে নিতে পারছিনা। খুবই যন্ত্রনায় আছি। হাটতে, চলতে, ফিরতে, পথে, মাঠে, ঘাটে, জন্গলে যেদিকেই যাইনা কেন, ইনারা দুইজন বিনা নোটিশে সময়ে-অসময়ে মিটিং করে যাচ্ছে আর মাঝখান দিয়ে আমারও বারোটা বেজে যাচ্ছে। এটা সরকার দলীয় বা বিরোধি দলীয় ইংগিতে হচ্ছে কিনা এই বিষয়টা খতিয়ে দেখা দরকার হয়ে পড়েছে!!! অত্যন্ত শক্তিশালী কিছু অষুধ প্রয়োগ করেও এই দুইজনের আমাকে বিরক্ত করার মানসিকতা এতটুকুও কমেনি। বরং তাদের উৎসাহ ভীতিকর ভাবে বেড়ে যাচ্ছে। কি করা যায়!!???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।