আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্তন

কবিতার ছেলে।

কবিরা গাইতে জানেনা বরং গাওয়ায়, স্তব্ধ মৃত্তিকা হতে টেনে হিচঁড়ে উত্তোলিত গিঁড়ি বেয়ে উঠিয়ে নেয় মানুষের যত দুর্দমনীয় উল্লাস। আবেগের বশে কবিরা নিঃস্ব নয় নয় কিংকর্তব্যবিমুঢ় ওরা হাত তালি নয় চায় সততা পাপাচার ধুয়ে বিবেগবোধের বেড়ে ওঠা কোনো বৃক্ষপাতায় মিহিমিহি যত ভিমরুল ধ্বনি। কবিরা আঁকতে জানেনা বরং আঁকায় মৃত্তুক্ষুধা পাড়ি দিয়ে এক নবপৃথিবীর আকাশের আলো। আঁকতে শেখায় শশানে শশানে প্রেতাত্তাদের বিফল প্রয়াস। কবিরা লুন্ঠিত কোনো ইতিহাস থেকে ছিঁড়ে আনে যত সত্যের পাতা অনলে পুরিয়ে ভস্ম বানায় বিকৃত যত বেহায়ার ছাতা। বন্দি শিবিরে হানাদিয়ে আনে মুক্তি, আনে শান্তির বার্তাবাহক তবু নয় ওরা বার্তালেখক বিবর্তনের কোল ঘেঁষে আনে দামি দামি যত গুনিদের মাথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।