আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্তন



সময় মানুষকে কিভাবেইনা বদলে দেয়
বদলে যাই - বদলে যায় সবাই। আনমনে স্মৃতির পাতা উল্টাই
বেছে বেছে জমে থাকা ক্লেদগুলোকে উগলে ফেলে দেই
স্বস্তির নিঃশ্বাসের চাদরে নিজেরে জড়াবো বলে !
কিন্তু কতটা পারি বা পেরেছি
কতটাই বা পারা যায় খুঁতের মাঝে নিখুঁতের বীজ বোনা !

নির্লিপ্ত চোখগুলো কি যত্ন করেইনা উপেক্ষা করেছি
পিনপতন নীরবতায় আবৃত ভাবনার আকাশ
ভেদ করে কখনও নেমেছে শ্রাবণের রঙ।
কিন্তু আর কত বেঁধে রাখা নিজেরে স্রোতের প্রতিকূলে !

আদিম অনুভূতিগুলো যে বড় আচ্ছন্ন করে রাখে সম্মোহনের যাদুতে
স্তরে স্তরে ওরা সক্রিয়ভাবে সুনিপুণ জাল বুনে যায়
ধরাশায়ী আবেগ আবারও ভুল করে !
থেকে থেকে ডেকে যায় সময়ের ঘড়ি
ব্যস্ত নগরী ,
পাপের কালিমায় ভরে থাকা দেয়ালগুলোতে
আবারও নতুন রঙ তুলির ছোঁয়া লাগে
বদলে যাই - বদলে যায় সবাই ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।