আমাদের কথা খুঁজে নিন

   

সৌভাগ্যবান ১৩'র শিশু!

আমি ১৩'র তরুণ আমি ১৩'র যুবা আমি ১৩'র শিশু আমার দেখা হয়নি ৭১ আমি শুনেছি বাবার মুখে কি ভয়ংকর ছিল স্বাধীনতার ৭১ আমি ১৩'র তরুণ আমি ১৩'র যুবা আমি ১৩'র শিশু আজ চলছে একাত্তুরের শেষ পট, হবে যবনিকাপাত ওদের যারা চায়নি বিজয়ের ৭১। জেগে আছি আমরা এই মাটিতে দাবি একটাই বলি জয় বাংলা, চাই ফাঁসি যারা চায়নি মুক্ত আকাশের বাংলা। ওরা শকুন ওরা হায়না ওরা হোক খাক ধুলিতে লুটিয়ে যাক এই অভিশাপ আমাদের এই তরুণ বাংলায়। গৃহযুদ্ধের নয় গৃহ রক্ষার এই ডাক বলি জয় বাংলা ওরা নিপাত যাক। আমরা এই দ্রহে মেতেছি,শামিল হয়েছি অগ্নি বেলায়, তরুণ তরুণীর দৃঢ় মুস্থি দৃঢ় কণ্ঠে বলি জয় বাংলা বলি আমার সোনার বাংলা তোমায় অনেক অনেক বেসেছি ভালো। স্বাধীনতার সূর্য ঢেকে ফেলার মেকি যুদ্ধের ডাক তুড়িতে উড়িয়ে দিয়ে রাজপথে দৃঢ় মুস্থিতে দৃঢ় কণ্ঠে লাখো তরুণ বলি জয় বাংলা। যাদের পায়ের মাটি ভিন্ন ভূমে ওরা ভয়ে কাঁপে শুনে লাখো তরুণ যুবা তরুণীর মুখের জয় বাংলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.