আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছিল



সেই ছোট কাল থেকে প্রায় শুনছি - দেশে-বিদেশের মসজিদে মানে খুত্‌বা। তা হলো জুম্মার দিন সর্ব প্রথম যে মসজিদে প্রবেশ করবে। সে একটা উট কোরবানী করার সোয়াব পাবে। সোবহানাল্লাহ। আল্লাহ যদি সহায় হোন তবে আজ আমি এই সোয়াব পেতে পারি।

কারন আজ আমি সর্ব প্রথম ১০:৩৯ মিনিটে মসজিদে প্রবেশ করি। তার একটু পরে ১০:৪০মিনিটে একজন ইন্ডিয়ান তারপর এক সৌদি প্রবেশ করে। ১১:০০ আজান হয়। ১১:৫০ খুত্‌বা ১২:২০নামাজ হয়। তবে এই সোয়াব পাবার আশায় আমি মসজিদে যাই নাই বা মনে মনে আগে থেকে কখনও ভাবি নাই ।

হঠাৎ করেই মসজিদে যাই। তারপর দু রাকাত ত্যাইয়াতুল মসজিদের নামাজ পড়ে কোরআন শরীফ পরার সময় উপরের কথাটা মনে পড়ে। তাই তখন নিজেকে সৌভাগ্যবান নিজেকে মনে হচ্ছিল। আশা করি আপনারা ও চেষ্টাকরে দেখবেন। আজ আমার দশ পারা কোরআন পড়া শেষ।

মৃত বাবার জন্য খতম বক্‌শে দিব। আল্লাহ যেন তৌফিক দান করেন। আপনারা ও একটু আমার জন্য দোয়া করবেন। আমি একজন সাধারন মসলমান। ইফতারে যাচ্ছি মসজিদে.......সময় নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.