আমাদের কথা খুঁজে নিন

   

সেইরকম গেট টুগেদার @ বুয়েট ক্যাফে



কালকে আমাদের বুয়েট ক্যাফেতে সামহোয়ারইনে যেসকল বুয়েটিয়ান ব্লগ লিখে তাদের গেট টুগেদার ছিল.......এতদিন আমরা বেশীরভাগই একে অপরকে আইডিতে চিনলেও ফেস টু ফেস পরিচয় তেমন কারো সাথে ছিল না..... তো কাল ছিল পরিচয় পর্ব গেট টুগেদারের কথাটা শুরু হয়েছিল সাদাত ভাইয়া দেশে আসার আগে থেকেই....... ভাইয়া দেশে আসার পরে অদ্রোহ এবং আবির মিলে তারিখ ঠিক করে ২রা সেপ্টেম্বর কারণ এই দিনে মোটামুটি সবারই পরীক্ষা শেষ....... বাকিদের জানানোর কাজটাও ওরাই করে ( ব্লগে কমেন্ট লিখে অথবা ফেসবুকে ).......... সর্বমোট ২০ জন..... কাল দুপুরে ঘুমাচ্ছি এমন সময় অদ্রোহ এসে বললো সাদাত ভাইয়া আসছে ওদের রুমে ( এবং এসেই আবিরের মুভি কপি করতে বসে গেছে )..... যাই হোক, গেলাম এবং পরিচিত হলাম......সাদাত ভাইয়ার গল্পের ভান্ডার অপরিসীম.......সবসময় হাসিখুশী এই মানুষটার সাথে খুব সহজেই ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়া সম্ভব তারপর ক্যাফেতে গেলাম....... আমার সাথে ছিল আমার ক্লাসমেট ২জন - আকাশনীল আর কায়েস...... ওখানে যেয়ে প্রথম পরিচয় হল মুক্ত বয়ানের সাথে ( ওরে আমি বহুবার দেখছি ক্লাবের মেম্বারদের সাথে কিন্তু ওই যে মুক্ত বয়ান এটা জানা ছিল না )....... এরপর দেখা হল টোনা'র সাথে....... ( ফাঁকতালে এটাও জানলাম জেনারেল হওয়াতে ওর চেয়ে পিছিয়ে আছি এখনো )........... তারপর পরিচয় হল ফারহান ভাইয়া এবং মেহেরাব ভাইয়ার সাথে........ আমার ধারণা ছিল ব্লগে যেরকম লিখেন সেরকম ভাবগম্ভীর হবেন তারা, ধারণা দেখি পুরাই ভুল ...... এরপর পরিচিত হলাম নকীব ভাইয়ার সাথ.......... ভাইয়ার লিখা কখনো পড়িনি তাই কালকেই প্রথম তার ব্লগে গেলাম এবং তার প্যারোডি সনেট "বুয়েট কন্যা" পড়ে সেইরকম মজা পাইসি..... এরপর পরিচিত হলাম মজার মজার কমেন্ট করা আরাফাত ভাইয়ার সাথে......... এবং এরপরে নাহিন আপুর সাথে....... এরপর পরিচয় হল শিশু ব্লগারদের সাথে ....... শিশু মানে ব্লগের বয়সকালের দিক দিয়ে........ বোহেমিয়ান, গুহামানব এরা পরীক্ষার সময় রেজিস্ট্রেশন করে ব্লগও লিখসে ঐ টাইমে ....... তারপরেই গল্পে গল্পে সময় ইফতারের দিকে চলে গেল....... গল্পের টপিক ব্লগের মাঝে খুব কমই সীমাবদ্ধ ছিল এটা দেখে খুব মজা লাগসে.... শুধু কয়েকবার কথা উঠলো "ত্রিভুজরে নয়তো সুমন আহমেদকে ডাক..." যাহোক, ইফতার টাইম চলে আসার পরে ইফতার শুরু হয়ে গেল.......আইটেম ছিল মাশাল্লাহ্‌........ খেয়ে আর শেষ হয়না........ এত চমৎকার অ্যারেঞ্জমেন্টের পুরো ক্রেডিট অদ্রোহ আর আবিরের........ ইফতারের পরেও আড্ডা চলতে লাগলো...... সাদাত ভাইয়া সবচেয়ে সিনিয়র হওয়াতে তাকে চতুর্দিক থেকে পঁচানি দেয়া হল এরপরে হলে কাজ থাকায় চলে আসলাম....... শেষ হল অসাধারণ একটি বিকাল, কিছু অসাধারণ মানুষের সাথে.......... এই গেট-টুগেদার অনেকদিন মনে থাকবে ( কে কোন ডিপার্টমেন্ট এটা পরিচিত যারা শুধু তাদেরটাই জানি...... বাকি আর কারোরই না..... এতক্ষন আড্ডার পরেও কারো ডিপার্টমেন্ট জানা হলনা এটা নোটিস করে খুব ভাল লাগলো কারণ "ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট লাগালাগি" এই টার্মটা পুরাই কাল্পনিক প্রমাণিত........ আমরা একই ভার্সিটিতে পড়ি দ্যাটস অল ) ভাল থাকুন সবাই........... অফ টপিক: ঢেঁকি এবং ভাঙ্গা পেন্সিল আসেনাই জন্যে ওদের মাইনাস দেয়া হল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.