আমাদের কথা খুঁজে নিন

   

আমরা সেইরকম সরকারই পাই যা আমাদের প্রাপ্য। সত্য না মিথ্যা?

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] আসলেই কি তাই? আমরা কি এর চেয়ে ভালো কোন সরকারী দল ও বিরোধী দল পাব না? আমরা কি এর চেয়ে ভালো কোন শাসনব্যবস্থা পাব না? আমাদের দেশে সরকারী দল ক্ষমতায় গেলেই তাদের প্রধান কাজ হয়ে যায় পরবর্তী নির্বাচনে কি করে পুনরায় ক্ষমতায় আসবে সেই ব্যবস্থা করা। বিরোধীদলের উপর পুলিশকে লেলিয়ে দেয়া। মিডিয়ার উপর নিজেদের প্রভাব বিস্তার করা।

অন্যদিকে বিরোধীদল ক্ষমতা হারিয়ে হারানো ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টায় মত্ত হয়ে ওঠে। হরতালের পর হরতাল দিয়ে যাবে। নব্বইয়ের পর থেকে গণতন্ত্রের নামে আমাদের দেশে এই চলে আসছে। একদল আরেকদলকে ধ্বংস করার নেশায় মেতে উঠেছে। আর আমরাও একবার এইদল আরেকবার ঐদলকে নির্বাচিত করে যাচ্ছি।

এইভাবে আর কতদিন চলবে? এই রকম শাসনব্যবস্থাই কি আমাদের প্রাপ্য? দুইদলের মনমানসিকতার পরিবর্তন কি আদৌ কোনদিন হবে? রাজনীতি তো কোন পেশা নয়। এটা একটা জনসেবামূলক কাজ। সরকার ও বিরোধীদল কি জানে সেটা? আমার তো মনে হয় না। তাদের কাছে হয়তোবা রাজনীতি মানে ক্ষমতা দখলের লড়াই। যে লড়াই তারা চালিয়ে যেতে চান মৃত্যুর আগ পর্যন্ত।

যে লড়াইয়ে তারা জয়ী হতে চান অন্যকে নির্মূল করে দিয়ে। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি বর্তমান সময়ের চেয়ে ভালো সময় আমাদের প্রাপ্য। বর্তমান সময়ের চেয়ে ভালো সরকার ও বিরোধীদল আমাদের প্রাপ্য। এই দেশের জনগণের অর্জন বিশাল। তাদের উদ্দেশ্য মহৎ।

তাদের ইচ্ছাশক্তি অসীম। আরো অনেক ভালো শাসন ব্যবস্থা, অনেক ভালো সরকার ও বিরোধী দল এই দেশের জনগণের অবশ্যই প্রাপ্য। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.