আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগ ও যুবলীগ বেপরোওয়া !!! তারাই কী দেশের বড় সন্ত্রাসী নয় ??

ভালোলাগে ভালোবাসা, স্নেহ-মমতা, অসীম-বিশ্বাস, নীলদিগন্তে বিচরণ আর ভালোলাগে ব্লগে আপনাদের সঙ্গে সময় কাটানো...

সম্প্রতি ঢাকা শহর সহ দেশের উত্তর পশ্চিমের জেলা কুষ্টিয়া ও এর আশে পাশের জেলা গুলিতে অস্থিরতার পরিমান বৃদ্ধি পেয়েছে । বিবিসির ভাষ্যমতে যে কেউ বাইরে আসতে ভয় পাচ্ছেন। প্রকাশে কিছু লোকজন অফিস- আদালতে, ব্যবসা প্রতিষ্ঠানে ও দোকান-পাটে এসে চাঁদা চাচ্ছেন । চাঁদা দিতে হবে ; না হলে জীবন । গত ৩১/০৮/০৯ ইং তারিখের প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী তারা আসলে অন্য কেউ নয় ।

প্রত্যক্ষ বা পরক্ষ ভাবে ছাত্র লীগ ও যুবলীগের সদস্য। তারা বর্তমান সরকারের বিভিন্ন এম পি বা তাদের সংগঠনের নেতার ছত্রছায়ায় চাঁদা বাজি করছে । কথাটি আসলেই সঠিক । গত চারদলীয় সরকারের আমলে বিএনপি- এর ছাত্রদল চাঁদাবাজি করেছে আর এখন ছাত্র লীগ ও যুবগীগের সদস্যরা । কিন্তু কেন ??? অথচ গত কিছুদিন আগের তথ্যাবদায়ক সরকারের আমলে কাউকে দেখা যায় নি ।

কিন্তু এখন কেন দেখা যাচ্ছে ?? কারন হল এই দলীয় সরকার গুলি প্রশাসনের উপর হস্তক্ষেপ করে । ফলে প্রশাসন কিছুই পদক্ষেপ নিতে পারেনা । এখন আবার তথ্যাবদায়ক সরকারের বিভিন্ন লোকের নামে আদালতে মামলা হচ্ছে । এর কারন কি ? আমার মনে হয় ঐ সরকারের আমলে যে সমস্ত লোক সুবিধা বঞ্চিত হয়েছিলো তারাই এখন চড়াও হচ্ছে । আপনাদের মনে রাখা উচিত বাংলাদেশ জন্মের পর যে সকল দল দেশ পরিচালনা করেছে তার মধ্যে ফকর উদ্দীনের তথ্যাবদায়ক সরকার ছিলো সবচেয়ে নিরপেক্ষ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.