আমাদের কথা খুঁজে নিন

   

আমি নারী বিদ্বেষী, এতে আমার কষ্ট নেই, বরং আমি গর্বিতঃ সাক্ষাৎকারে নচিকেতা

অকাট মূর্খ যাকে বলে আমি তাই। সুতরাং জ্ঞানীরা বেশি জ্ঞান দিলে আমি চাইয়া চাইয়া দেখা ছাড়া কিচ্ছু করতে পারিনা। পোড়া কপাল!!
যারা নচিকেতার গান শোনেন তারা জানেন যে তাদের কাছে নচিকেতা একটি আদর্শের নাম, একটি চেতনার নাম, একটি দর্শনের নাম। ওয়েবসাইট অবলম্বনে নচিকেতার একটি সাক্ষাৎকার আপনাদের উপহার দিলাম। এতে এইসব আদর্শিক সমষ্টির একটা বড় দিকের কথা ঊঠে এসেছে।

আশা করি সবারই ভালো লাগবে। আপনি অনেক এলবাম করেছেন, সামনে যে এলবাম আসছে এতে কি কি পরিবর্তন আছে বলে মনে করেন? এটা আসলে অনেক সিরিয়াস একটা এলবাম। আমি কম্পোজিশানের ক্ষেত্রে আমার স্টাইল পরিবর্তনের চেষ্টা করেছি এতে। আমি এতে রাগের আবির্ভাব ঘটিয়েছি যা আমার আগের এলবাম সমূহে ব্যবহার করিনি। পাশাপাশি আমি গানের কথায় কিছু অদ্ভুত উপভাষা এবং আঞ্চলিক ভাষার ব্যবহার করেছি।

তিন বছরের পরীক্ষা-নীরিক্ষার ফল এটা। এখন এলবামটার রেকর্ডিং এর কাজ চলছে এবং আশা করছি পুজায় ভিন্ন স্বাদের কিছু নিয়ে আমি শ্রোতাদের সামনে হাজির হতে পারব। বলিউডের কাজগুলোর ব্যপারে আপনি কেমন সিরিয়াস? আমি বলিউডে সাধারনত আমার বন্ধুদের জন্যই কাজ করে থাকি। আমি "বিডি" গানটা করেছিলাম বিশাল (ভরদ্বাজ) এর জন্য। আমি "অন্তরদান্দ" নামক একটা হিন্দী ছবির জন্যেও রেকর্ডিং করেছি।

নচিকেতাকে একজন গায়ক, গীতিকার এবং সুরকার হিসেবে মূল্যায়ন করুন। আপনি কি মনে করেন?কোন ক্ষেত্রে আপনি সেরা? খুব স্বাভাবিক কারনেই নিজেকে মূল্যায়ন করা আমার জন্যে খুব কঠিন কারন আমার ভিউ আসলে সময়ের সাথে সাথে পাল্টায়। ঠিক এখন আমি মনে করি আমি ভালো গীতিকার এর চেয়ে একজন ভালো গায়ক এটাই বেশী ঠিক। এর সাথে সাথেই আমি আরো বলব আমি সুরকার হিসেবে যতটা না তার চেয়ে গীতিকার হিসেবে বেশী ভাল। নচিকেতা কি আসলেই একজন উদ্ধত মানুষ? মানুষ যখন আমাকে উদ্ধত বলে তখন তারা আসলে অমূলক কিছু বলেনা।

হ্যা, আমি উদ্ধত! তো কি হয়েছে?এই ঔদ্ধত্য আসলে একটা সততার দৃঢ় ভিত্তি থেকে এসেছে। অধিকাংশ শিল্পীই ভগ্নমনস্ক হয়ে থাকে। আপনিও কি তাই? এই ব্যাপারটায় আসলেই আমিও ব্যতিক্রম নই। এটা কি আপনার সঙ্গীত সৃষ্টিতে সহযোগীতা করে? আমার গানের কথাগুলো আসলে আমার প্রকৃ্তির বা স্বভাবের দুটো দিক প্রকাশ করে। আমি যখন অণির্বান, নীলাঞ্জনা এবং পৌ্লমী'র মত গান লিখি তখন চরিত্রগুলোর সাথে মিশে যাই।

আর উদ্ধত নচিকেতা তখনই বেড়িয়ে আসে যখন আমার "একা একা পথ চলা"র মত গান লিখি। আমার এসব দিকের প্রমাণ পেতে আপনি যে আমার যে কোন গান নিয়ে দেখতে পারেন। আপনি যদি বর্তমান সময়ের প্রক্ষাপটে একটা গান লেখেন সে ক্ষেত্রে নচিকেতার কোন দিকটা আপনার সৃষ্টিকে বেশী অনুপ্রাণিত করবে? ঠিক এই সময়ে আমি সর্বোচ্চ ঔদ্ধত্যের অবস্থানে আছি। হালদিয়ায় বাম ফ্রন্ট মাত্রই ম্যন্ডেট জিতল। সুতরাং অনেক মানুষও কিন্তু মার্ডার হয়েছে।

আমি আসলেই জানিনা মানুষ কিভাবে এখনো এদের ভোট দিতে এগিয়ে যায় নাকি ভোট দিতে চাপ প্রয়োগ করা হয়েছিল! এইসব রাজনৈ্তিক বিষয়ের প্রেক্ষাপটে আমার ঔদ্ধত্যের ছোঁয়া থাকবে আমার আসন্ন কয়েকটি এলবামে। আপনি যখন শো করেন তখন কি স্ক্রিপ্ট নিজেই লেখেন? আমি সবসময় শুধুমাত্র নিজের লেখা কথাই বলি। আমার করা শো গুলো আমার সন্তানের মত এবং আমি জানি শো এর জন্য সর্বোৎকৃষ্ট কী হতে পারে। আমি সে অনুযায়ীই প্রত্যেকটা লাইন লিখি। এমন কোন বিষয় আছে কি যেটা সম্পর্কে আপনি যথেষ্ট জানেননা বলে আপনার মনে হয়? বর্তমানের জিনিসগুলোর মধ্যে ক্রিকেট খেলাটা আমি বুঝিনা।

আর বর্তমানের রাজনীতিটাও আমি বুঝিনা অবশ্য। ভালোবাসা কি? আমি এই ভালোবাসা বুঝিনা যেটাকে বর্তমানে ডিফাইন করা হয় "ইয়েহ দিল মাঙ্গে মোর' হিসাবে। তো আপনি কিভাবে ভালোবাসাকে ডিফাইন করবেন? ভালোবাসা আসলে পিটুইটারী গ্রন্থির খেলা। আমি এ কথা অনেক আগেই বলেছি এবং আজও আমি আমার এই অবস্থানে অনড়। একজন নারী কলালক্ষীর প্রয়োজন আপনার ক্ষেত্র অন্তত কতটুকু? আমি যদি এ পর্যন্ত ১৫০টা গান করি, তবে তার মধ্যে মাত্র দশটায় নারীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে লিখেছি।

আমি নারী বিদ্বেষী, এতে আমার কষ্ট নেই, বরং আমি গর্বিত। বর্তমানের এই নারীর ক্ষমতায়নের যুগে নারী বিদ্বেষী তকমা গায়ে লাগিয়েও আপনি খুশী হন কিভাবে? এভাবে যে, শুধুমাত্র পুরুষকে প্রবল প্রতিরোধ করাই আমার কাছে নারী মুক্তি আন্দোলন মনে হয়না। আমি আমার ফিলিংস সম্পর্কে সৎ হতে কখনো লজ্জিত হইনা। আমার নারী বিদ্বেষটা আসলে লিঙ্গ সম্পর্কীয় নয়। তাহলে লতা মুঙ্গেশকরকেও এরকম বিদ্বেষী বলা যায়, তাই না?মহাশ্বেতা দেবী'কে উৎসর্গ করে আমি আসলে বিদ্বেষটা ভালোবাসি।

****************************************************************** ওয়েবসাইট অবলম্বনে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.