আমাদের কথা খুঁজে নিন

   

হীরা সমাচার

ভালো আছি

হীরা। ঝলমলে এক পাথর। যাকে নিয়ে মানুষের কৌতুহল আর আগ্রহের শেষ নেই। হীরা পরিমাপের একক হচ্ছে ক্যারেট। যত বেশি ক্যারেট,তত দামী হীরা।

কোহিনূর, গ্রেট মোগল, গ্রেট স্টার অভ আফ্রিকা, জুবিলি ইত্যাদি হচ্ছে পৃথিবী বিখ্যাত হীরা। পৃথিবীতে আজ পর্যন্ত সবচেয়ে বড় হীরার নাম হচ্ছে কুলিনান। ৩১০৬.০০ ক্যারেটের এই হীরাটির ওজন ৬২১ গ্রাম। ১৯০৫ সালে এটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। ট্রান্সভাল সরকার সে সময় ১৫০,০০০ পাউন্ড দিয়ে এটি কিনে নেন এবং রাজা সপ্তম এডওয়ার্ডকে উপহার দেন।

রাজা কুলিনানকে কেটে খণ্ড খণ্ড করেন। এই খণ্ডগুলো কয়েকটি ব্রিটিশ রাজ মুকুটের শোভা বাড়ায়। স্টার অভ সিয়েরা লিওন নামের হীরাটি পাওয়া গিয়েছিল ১৯৭২ সালে সিয়েরা লিওনে। ৬৮.৮০ ক্যারেটের হীরাটির ওজন ২২৫ গ্রাম। ১৯৪৫ সালে সিয়েরা লিওনের ওয়ি নদীর তীরে পাওয়া যায় ৭৭০.০০ ক্যারেটের হীরা ওয়ি রিভার।

হীরাটি কেটে ৩০টি হীরা পাওয়া যায়। সবচেয়ে বড় খণ্ডটির নাম ভিক্টরি। ১৯৩৮ সালে ব্রাজিলের আনটোনিও নদীর তীরে ৭২৬.৬০ ক্যারেটের প্রেসিডেন্ট ভারগাস হীরা পাওয়া যায়। পৃথিবীর রহস্যময় কয়েকটি হীরা হচ্ছে গ্রেট মোগল, গোল্ডেন জায়ান্ট, ব্রাগেনজা। গ্রেট মোগল ভারতের হীরক খনিতে পাওয়া যায় ১৬৫০ সালে।

৭৮৭.৫০ ক্যারেটের এই অপূর্ব সুন্দর হীরাটিকে সম্রাট শাহজাহানের কাছে উপহার হিসাবে পাঠানো হয়। ১৭৩৯ সালে নাদির শাহ দিল্লী আক্রমণ করে অনেক ধন সম্পদ লুট করে নিয়ে যান। তখন গ্রেট মোগলও পারস্যের রাজভাণ্ডারে জমা হয়। এরপর থেকে এই হীরাটির আর কোন সংবাদ পাওয়া যায়নি। বর্তমানে গ্রেট মোগল কোথায় আছে তা কেউ জানে না।

গোল্ডেন জায়ান্ট বর্তমানে পৃথিবীর অন্যতম এক ধনকুবেরের কাছে রয়েছে। কিন্তু ৮৯০ ক্যারেটের এই হীরাটির উৎপত্তি কোথায় তা আজও রহস্যে ঘেরা। ব্রাগেনজা ছিল ১৬৮০ ক্যারেটের হীরা। এই হীরাটি এখন কোথায় আছে তা আজও অজানা। পৃথিবীর দশটি সর্ববৃহৎ হীরা হলো কুলিনান, ব্রাগেনজা, এক্সেলসিওর, স্টার অভ সিয়েরা লিওন, গোল্ডেন জায়ান্ট, গ্রেট মোগল, ওয়ি রিভার, প্রেসিডেন্ট ভারগাস, জোংকার এবং রিজ।

পৃথিবীর সর্ববৃহৎ দশটি হীরার তালিকায় নাম না থাকলেও কোহিনূর যথেষ্ট আলোচিত একটি হীরা। কোহিনূরকে ইংল্যান্ড থেকে ভারতীয় উপমহাদেশে ফিরিয়ে আনবার চেষ্টা চলছে। দেখা যাক কোহিনূর শেষ পর্যন্ত উপমহাদেশে ফিরে আসে কিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।