আমাদের কথা খুঁজে নিন

   

হীরা বসানো জুতা পাহারায় সাপ

mojnu@noakhaliweb.com.bd

নিরাপত্তাকর্মীর কাজটি বরাবর মানুষই করে এসেছে। অবশ্য রোবটের কথাও শোনা গেছে কালেভদ্রে। তাই বলে সাপ! তাহলে কি খেলনা সাপ? উহু! মোটেই তা নয়। লন্ডনের সুপারস্টোর 'হ্যারোডজ' সত্যি সত্যিই একজোড়া জুতা পাহারা দেয়ার জন্য একটি জীবন্ত সাপকে কাজে লাগিয়েছিলো। আর সাপ বলতে যেনতেন সাপ নয় একেবারে ইজিপশিয়ান কোবরা।

ভয়ানক এ সাপটির নামও জমকালো 'সেড্রিক'। সাপটি যে জুতা জোড়া পাহারা দিয়েছে সেটি চুনি, পান্না ও হীরা বসানো। দাম মাত্র ৬০ হাজার পাউন্ড! 'হ্যারোডজ' এর মূখপাত্র সাপের পাহারা দেওয়ার বিষয়টির কথা স্বীকার করেছেন। যদিও তারা সন্দিহান ছিলেন সাপটি আদৌ চোর সনাক্ত করতে পারবে কিনা। শেষ পর্যন্ত অবশ্য কোন অঘটন ঘটেনি।

পাহারার কাজ শেষে সাপটিকে যথারীতি তার মালিকের কাছে ফেরত দেয়া হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।