আমাদের কথা খুঁজে নিন

   

আজাদ প্রোডাক্টস এর মালিক আজাদ আটক: একদিনের রিমান্ডে



অতি সাধারণ অবস্থা থেকে শিল্পোদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ ঘটা আজাদ প্রোডাক্টস এর মালিক আবুল কালাম আজাদ গ্রেফতার হয়েছেন। তাকে একদিনের রিমান্ডে নেওয়ার অনুমতিও দিয়েছেন আদালত। পুলিশের এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে বৃহস্পতিবার মধ্যরাতে আজাদকে পল্টনে গ্র্যান্ড আজাদ হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। পল্টন থানা থেকে তাকে দুপুর ১টার দিকে তাকে ঢাকার মহানগর হাকিম আদালতে নেওয়া হয়। পুলিশ তাকে পাঁচ দিন রিমান্ডের আবেদন জানালেও ঢাকার মহানগর হাকিম মুহাম্মদ আব্দুর রহিম জিজ্ঞাসাবাদের জন্য একদিন রিমান্ডের নির্দেশ দেন।

পল্টন থানার এসআই মাজহারুল আমিন আদালতে রিমান্ডের আবেদন করেন। গোলাম সারোয়ার নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির এক পরিদর্শকের দায়ের করা মামলায় আজাদকে গ্রেপ্তার করা হয় । জানা গেছে, পুলিশ কর্মকর্তা সারোয়ার বৃহস্পতিবার দুপুরে তার এক ভাইয়ের চাকরির বিষয়ে আবুল কালাম আজাদের সঙ্গে আলোচনা জন্য গ্র্যান্ড আজাদ হোটেলে যান। তারা পূর্বপরিচিত ছিলেন। সারোয়ারের এজাহারে অভিযোগ করা হয়েছে, হোটেলে গিয়ে এক কর্মচারীর দেওয়া তথ্যে ২০৫ নম্বর কক্ষে গিয়ে তিনি আজাদকে পান।

কিন্তু না জানিয়ে ঢোকার কারণে আজাদ এবং হোটেল কর্মচারীসহ ১০/১২ জন মিলে সারোয়ারকে বেধড়ক মারপিট করে। সেখান থেকে বেরিয়ে চিকিৎসা নিয়ে সন্ধ্যার পরে থানায় আসেন সারোয়ার এবং একটি অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়ার পরই আজাদকে গ্রেপ্তার করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।