আমাদের কথা খুঁজে নিন

   

এমনই এক বৃষ্টির দিনে !!!!

shamseerbd@yahoo.com
এই তুমি কোথায় ?? কেন !! অফিসে । কখন বের হবা? সাড়ে পাঁচটা । কেন ? না , এমনিতেই - ও আচ্ছা। এই তুমি নামবা কখন ? এইত একটু পরে , কেন ? আমি তোমার অফিসের নীচে দাঁড়িয়ে আছি। কি!! আমার অফিসের নীচে ! হুমম.. দাঁড়াও আমি আসতেছি।

- আচ্ছা আস। এই বৃষ্টির মধ্যে তুমি কোন খবর না দিয়ে চলে আসলা , কি হইছে। কিছু হয়নাই, আসতে ইচ্ছা করল, তাই চলে আসলাম। তুমি একটা পাগল। হুমমম জানি।

বৃস্টিতে ভিজতে ইচ্ছা করছে, ভাবলাম তুমি সহ ভিজবো, তাই চলে এসেছি। তুমি আস্ত একটা পাগল। অফিস থেকে বের হয়ে আমি এখন ভিজব ? হ্যা ভিজবে, আমার সাথেই ভিজবে। মোবাইল , মানিব্যাগ....... আমি একটা প্লাষ্টিক ব্যাগ নিয়ে এসেছি , এগুলি দাও। ঐ রিক্সা ,যাবেন নাকি ? কই যাবেন আপা.......... যাবত ঢাকা ভার্সিটি -আপনি কতদূর যাবেন।

তোমার কি মাথা খারাপ হয়ে গেছে , রিক্সা করে ঢাবি ? হুমমম সমস্যা কোথায় ... না কোন সমস্যা নেই- দেখ কেউ যায় নাকি। আপা চলেন দেখি কতদূর আপনাগো নিতাম পারি। মাঝ বয়সী রিক্সা ওয়ালাও মনে হয় মজা পেয়েছে -দুই পাগলের কান্ড দেখে। ঝিরিঝিরি বৃষ্টির মাঝে চলছে রিক্সা। এই তোমার কেমন লাগছে।

নিজেরে পাগল মনে হচ্ছে । কি ? হুমমম। অফিস থেকে বের হয়ে আমি বৃষ্টিতে তোমাকে নিয়ে ভিজতেছি, কেউ দেখলে হইছে, কালকে জান ফালাফালা করে ফেলবে। এখানে জান ফালাফালার কি আছে। আমাদের ইচ্ছা , আমরা ভিজতেছি, কার কি।

তা ঠিক কার কি। এই রিক্সা থামান। কেন ? আইসক্রীম খাব। কি ?আইসক্রীম খাবে, এই বৃষ্টিতে ভিজে ভিজে। অনেক মজা, বৃষ্টিতে ভিজে ভিজে আইসক্রীম খাওয়ার।

বৃষ্টিতে ভিজে ভিজে আইসক্রীম খাবার মঢ্যেত মজা আছে । আমি বলে ছিলামনা । ঝুম বৃষ্টিতে পুরা রাস্তা জ্যামের বদলে দেখী পুরা ফাঁকা। রিক্সাওয়ালাও জোশে ছুটে চলেছে। আচ্ছা তোমার এই ভূত চাপল কেন এভাবে বৃষ্টিতে ভিজার।

এখানে ভূতের কি আছে। আমার ইচ্ছা হইছে তাই আসছি। তোমার ভাল না লাগলে নেমে যাও। আরে সেটা বলছিনা। এমন হঠাৎ করে ভিজে জ্বর উঠলে।

উঠলে উঠবে-তখন দেখা যাবে, এখন ভাল লাগছে এটাই বড় কথা। হুমম তা ঠিক। ভিজে জবজবে হয়ে অবশেষে টিএসসি। হুমমম তুমি এবার রুমে যাও। ড্রেস চেন্জ করে আস।

আমি দাঁড়ালাম। পরে যাব, এখন চা খাব-ভাল লাগবে। তুমিত পুরাই পাগল দেখছি। পাগলামির এখনও কিছুই দেখনি। আর কি কি বাকি আছে।

ওয়েট কর। ধীরে ধীরে দেখবে, এত তাড়াহুরার কি আছে। আল্লাহ রক্ষা কর। কেউ তোমারে রক্ষা করতে আসবেনা। সো চিন্তা করে কোন লাভ নেই।

চা খাওয়াত হল- এবার চল। আরও কিছুক্ষন বসি, ভাল লাগতেছে। জ্বর আসবে কিন্তু-..... আসুক। তোমার মোবাইল, মানিব্যাগ নিও মনে করে। হুমমম ...................।

তুমি কি রাগ করেছ ? কেন ? এভাবে না বলে তোমার অফিসে চলে গেছি বলে। না....। বৃষ্টিতে ভিজতে তোমার ভাল লাগেনাই ? হুমমম লাগছে। তো এমন মুখ গোমড়া করে বসে আছ কেন? ভয় পাচ্ছি তোমার যদি জ্বর আসে? জ্বর নিয়ে তোমারে ভাবতে হবেনা...। তো কে ভাববে....।

আরে বাবা জ্বর আসবেনা, তুমি চিন্তা করোনা ...। ....................................................... ধূর গুলশান থেকে মহাখালী এত তাড়াতাড়ি চলে আসলাম
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।