আমাদের কথা খুঁজে নিন

   

সিনিয়র ব্লগারদের বলছি..............

দিনে মোর যা প্রয়োজন, বেড়াই তারই খোঁজ করে। মেটে বা নাই মেটে তা, ভাববোনা আর তার তরে।

আজকে বিভিন্ন লেখা পড়তে পড়তে একটা লেখা চোখে পড়লো তাতে "শ্রাবনের ফুল" তিনি নতুন ব্লগারদের উৎসাহ দিবার জন্যে সিনিয়র ব্লগারদের প্রতি আহ্বাবান জানিয়েছেন। একজন নতুন হিসেবে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এ প্রসঙ্গে কিছু কথা বলার জন্যে আমি সিনিয়র ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি। আমার ব্লগের বয়স আট দিন হতে এখনো কয়েক ঘন্টা বাকি।

মডারেটর যারা আছেন তাদের সুনজরে আসতে পারিনি বিধায় কারো লেখায় মন্তব্য করবার দুঃসাহস বা সৌভাগ্য এখনো আমার হয়নি। আমরা যখন সিনিয়র ব্লগারদের লেখা গুলো পড়ি, সিনিয়রদের অনেক লেখায় আছে যেগুলো পড়ার সময় মাঝে মধ্যেই কল্পনার জগতে হারিয়ে যেতে ইচ্ছা করে। সেই সাথে সন্দেহ আর ভয় তো আছেই আদৌ অমন লেখা কোন দিন লিখতে পারবো কিনা। অবশ্য এটা সময়ই বলে দিবে ভবিষ্যতে নতুনদের মধ্যে কে কি রকম লিখবে। আমরা নতুন যারা আছি, আমাদের ভালো লেখার অনুপ্রেরণা কিন্তু সিনিয়র আপনারাই।

বলতে খুবই খারাপ লাগছে কিন্তু সত্যি কথা হচ্ছে, কোন কিছু লেখার পর সেই লেখার ভালো বা মন্দ একটা সমালোচনা পাবার জন্যে আমরা তীর্থের কাক হয়ে বসে থাকি। সিনিয়রদের বলছি আপনারা প্রথম যখন লিখতে শুরু করেছিলেন তখন বোধহয় আপনারাও এর ব্যতিক্রম ছিলেন না। যে বিষয়টা আমার দৃষ্টিতে খারাপ লেগেছে সেটি হচ্ছে, এমন কিছু লিখা দেখলাম যেটার মান নিয়ে সহজেই প্রশ্ন তোলা যায়, অথচ সেখানেই কিছু সংখ্যক ব্লগারদের (আমাকে মাফ করবেন) অতি উৎসাহী মন্তব্যে আমি চরমভাবে বস্মিত হয়েছি। লক্ষ্য করেছি বিশেষ একটা শ্রেণীর লেখায় অনেকেরই অযাচিত উৎসাহি মনোভাব। এখানে কাউকে সরাসরি আক্রমন করার বিষয়টি যাহেতু এখতিয়ার বহির্ভুত তাই এটা নিয়ে আর বেশি কিছু বললাম না।

সিনিয়র আমরা আপনাদের কাছ থেকে গঠনমুলক সমালোচনা আশা করি। মডারেটর প্রসঙ্গে বলি, তারা একজন নতুন ব্লগারকে ( আমাদের কে ব্লগার বলা ঠিক কিনা আমি জানিনা) ৭ দিন পর্যবেক্ষনে রাখার বিষয়টি আমার কাছে পরিস্কার নয়। যার উদ্দেশ্য খারাপ সে ৮ দিনের মাথায় খারাপ কিছু করবে না এটির নিশ্চয়তা কথায়? শেষ কথা, কাউকে আঘাত করার উদ্দেশ্যে নিয়ে আমার এই কথা গুলি নয়। তারপরেও আমার কোন কথা কারো কাছে অগ্রহনযোগ্য বা কারো কাছে খারাপ লাগলে আমি দুঃখ প্রকাশ করছি। জানিনা, কেউ যদি দুর্ভাগ্যক্রমে লেখাটি পড়ে থাকেন তাকে আমি ধন্যবাদ জানায়।

সকলেই ভালো থাকবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.