আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে অযোগ্য ঘোষণা করলেন সিনিয়র বিচারপতি



খালেদা জিয়ার রীটের শুনানীতে আবারো বিব্রত হলেন এক বিচারপতি। মজার ব্যাপার হলো তিনি ঐ বেঞ্চের সিনিয়র বিচারপতি। এই নিয়ে একটি বিষয়ে চারটি বেঞ্চ বিব্রত হলেন। আর আদালতের বিচারপতিদের বিব্রত বোধ করা দেখে আমরাই বরং বিব্রত বোধ করছি। এ বিব্রতবোধ নজিরবিহীন, হাস্যকর, অনিভেপ্রত, দুঃখজনক ও রহস্যজনক।

এতদিন নিজের অধিকার রক্ষায় একটি জায়গায় আস্থা রাখা যেত, যেটি হচ্ছে উচ্চতর আদালত। দুঃখের বিষয় এখন আদালতের বিচারপতিরা যে হারে বিব্রতবোধ করছেন তাতে জনগণের সেই আস্থা অবশ্যই ভঙ্গ হবে। এই কি বিচার বিভাগ স্বাধীন হওয়ার নমুনা? এর আগে বঙ্গবন্ধু হত্যা মামলার শুনানিতেও কোন কোন বিচারপতি বিব্রত বোধ করছিলেন বলে আমরা জানি। কিন্তু কেন এ বিব্রতবোধ। অনেকে বলছেন, সরকারের বিপক্ষে রায় দিতে হতে পারে এমন আশঙ্কা থেকেই বিচারপতিদের এই বিব্রতবোধ।

সত্যিই কি তাই??? নাকি সরকারী চাপ?? যাই হোক, ন্যায় বিচারের শপথ নিয়ে যারা বিচার কার্য পরিচালনায় অক্ষমতা প্রকাশ করছেন তাদের উচিত অবিলম্বে পদত্যাগ করে বিচার বিভাগকে রক্ষা করা। নতুবা আদালতের ওপর থেক জনগণের আস্থা চলে গেলে আর কিছু অবশিষ্ট থাকবে না। তখন দেশে অরাজকতা অবশ্যম্ভাবী। আরটিএনএন নয়া দিগন্ত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.