আমাদের কথা খুঁজে নিন

   

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন প্রক্রিয়ার নতুন রুপ--একটা চমৎকার পদক্ষেপ!

The glass is always half full. Always.

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন প্রক্রিয়ার আধুনিকীকরণ--এখন ঘরে বসেই শুধুমাত্র একটা এসএমএস দিয়ে আবেদন করা সম্ভব। Click This Link এসএমএস এ শুধু এসএসসি ও এইচএসসির রোল নম্বর ও ইউনিটের নাম দিয়ে পাঠালে ফিরতি মেসেজে রেজিস্ট্রেশন নাম্বার পাঠনো হবে, আর আবেদনের প্রয়োজনীয় ফী কেটে নেয়া হবে ঐ মোবাইলের ব্যালেন্স থেকে। কোন ফর্ম পুরণের প্রয়োজন পড়বেনা, অন্তত ভর্তির আগে নয়। আরো বিস্তারিত আছে লিংকে। সরকারি ভার্সিটিগুলোয় আবেদনের পুরো ব্যাপারটাই বিশাল লম্বা ১। লাইনে দাঁড়িয়ে ফর্ম কেনা, ২। ৩ পাতার ফর্ম অতি-সাবধানে ২ ঘন্টায় পূরণ করা, ৩। তারপর আবার লাইনে দাঁড়িয়ে জমা দেয়া পুরো ব্যাপারটাকে 2 মিনিটের এসএমএসে নামিয়ে আনা হচ্ছে, প্রযুক্তির ব্যাবহার করে জটিলতা কমানোর আদর্শ উদাহরণ বলা যায় এতে সময়, যাতায়াতের খরচ তো বাঁচবেই, বেশ কিছু ভর্তি ফরম দুর্নীতিও ঠেকিয়ে দেয়া সম্ভব। একটা সরকারী বিশ্ববিদ্যালয়ের এটা "অটোমেশনের" পথে একটা পদক্ষেপ, আশা করি এটাই শেষ না, সামনে আরো ভালো উদ্যাগ নেয়া হবে! . . . . . . . . অফ টপিক: শাহজালাল বিশ্ববিদ্যালয়ে জীবনের একটা খুব আনন্দময় সময় কাটিয়েছি, মনের কোণে এই চমৎকার ভার্সিটিটার জন্য একটা দুর্বলতা সবসময়ই টের পাই। ভার্সিটির খারাপ কোন খবর পেলে মনটা খারাপ হয় (যেটা গত ২/১ সপ্তাহে বেশ কয়েকবার পেয়েছি--সবই রাজনৈতিক মারামারির ব্যাপার) তাই যখন একটা ছোট ভাল খবর পেলাম, ভাবলাম সবাইকে বড় গলা করে জানাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.