আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণীর জন্য ভালবাসাঃ লক্ষ নিরহী প্রাণীর জীবন বাঁচাতে চাই সবার প্রচেষ্টা।

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন সামান্য একটি পাখনা (fin) এর জন্য পৃথিবীতে প্রতিবছর লক্ষ লক্ষ বিভিন্ন প্রজাতির হাঙ্গর (Shark), রে মাছ (Manta Ray) কি নির্বিচারে হত্যা করা হয় যার প্রধান ক্রেতা হল পৃথিবীর ধনী দেশগুলি। নিষ্ঠুর এই হত্যাকাণ্ড থেকে এইসব প্রাণীদের জীবন বাঁচাতে যুক্তরাষ্ট্রের Yale University এর বন ও পরিবেশ বিভাগের গবেষক ও ছাত্রদের উদ্যোগে সমগ্র পৃথিবীব্যাপী শুরু হয়েছে সামাজিক যোগাযোগ নির্ভর একটি বৃহৎ হাঙ্গর সংরক্ষণ প্রচারণা (Shark Conservation Campaign)। এই ক্যাম্পেইনের লক্ষ্য হল CITES (the Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) কে চাপ প্রয়োগ করা যাতে এই কমিটির নীতিনির্ধারকরা Shark ও Manta Ray এর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক বাণিজ্য আইনের ধারা আরও বেশী কঠোর করে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এদের অবৈধ হত্যা ও নির্বিচারে শিকার বন্ধ হয়। গল্পে এই ক্যাম্পেইনের প্রচারণার জন্য একটি হাতুড়ী হাঙর (Hammerhead Shark) যার নাম Shark Stanley, সে তার বন্ধুদের সাথে নিয়ে পৃথিবী ভ্রমণে বেরিয়েছে আপনাদের কাছে তাদের জীবন বাঁচানোর আকুতি জানাতে। পৃথিবীর ১৭৬ টি CITES দেশ থেকে তার আহ্বানে সাড়া দিয়েছে এইরকম ৫০০০ ছবি সংগ্রহ করা হল এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।

ইতোমধ্যে শতাধিক দেশের মানুষ তাদের দেশ থেকে ক্যাম্পেইন ছবি পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশও CITES এর অন্তর্ভুক্ত তাই আমরাও তাদের আহ্বানে সাড়া দিয়ে উদ্যোগ নিয়েছি বাংলাদেশ থেকে একটি ভাল ক্যাম্পেইন করে ছবি পাঠিয়ে দেব। নওয়াজেশ নলেজ সেন্টারের (Noazesh Knowledge Centre) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রদের উদ্যোগে আগামী ১৯ তারিখ বিকাল ৩ টায় কার্জন হলে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। যারা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা বিভিন্ন কারণে সরাসরি এই ক্যাম্পেইনে অংশ নিতে পারছেন না বা ঢাকার বাহিরে এমনকি বিদেশে আছেন তারা এই Shark Stanley এর ছবিটি ডাওনলোড করে প্রিন্ট নিয়ে এর সাথে একটি ছবি তুলে পাঠিয়ে দিন আমাদের কাছে পাঠিয়ে দিয়ে এই ক্যাম্পেইনে অংশ নিতে পারেন।

ছবি পাঠাতে হবে এই পেইজেঃ http://www.facebook.com/nkcdhaka মেসেজ করে বা এ ইমেল করে। ছবি পাঠানোর শেষ সময় ১৯ ফেব্রুয়ারি ২০১৩ বিকাল ৫ টা। যোগাযোগঃ লিটা, মাইন (০১৯২২২০৩৭৮২), আকাশ (০১৮২২৫৪৫৪২৭) ও আনোয়ার (০১৭২৭৭৬৬৫৫৫) মাইন রানা  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.