আমাদের কথা খুঁজে নিন

   

পানিতে বাস করে এমন ৫টি প্রাণীর নাম বল



আশ্চার্য জনক হইলেও সত্য আমি একদিন একজনরে হত্যা করার চেষ্টা করছিলাম! ঘটনাটা আরো ১২ বছর আগে নার্সারিতে পড়ার সময়কার। তখন আমি আর আমার ছোট বোনরে আমার এক চাচী পড়াইতো।

একদিন পড়ানোর সময় আমাদের ২ জনকেই চাচী ভালো মত মাইর দিছে। পরদিন আমরা ২ জন স্কুল থেকে আসার পথেই
আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তে চলে আসছি যে পৃথিবীতে থাকার চাচীর আর কোনো অধিকার নাই। যত দ্রুত সম্ভব উনাকে পৃথিবী থেকে সরাইয়া দিতে হবে।


এবং ঐদিন বিকালেই অপারেশন চালানো হবে। বিকালের দিকে চাচীর রুমে যাইয়া দেখি চাচী ঘুমাইতেছে। বুঝে গেলাম সফলভাবে কার্য সম্পাদনের এটাই সুযোগ। তখন আমাদের ২ জনের কাছে ২ টা পিস্তল ছিল। কিন্তু সমস্যা হইলো ট্রিগারে টান দিলেই পিস্তলে হেব্বি জোরে মিউজিক বাজা শুরু হয়।

ব্যাপার না, যত মুসকিল তত আসান এই জ্ঞান করে আমরা পিস্তল থেকে ব্যাটারি খুলে রাখছি।

তারপর পা টিপে টিপে চাচীর রুমে যাইয়া খুব কাছ থেকেই ২জন মিলে উনাকে কতক্ষন ফায়ার করি। এরপর মৃত্যু নিশ্চিত হইছে কিনা এইটা দেখার জন্য উনাকে একটা গুতা দিতেই উনি চিৎকার দিয়া উঠছে "এই বিরক্ত করিস না এখন ঘুমাইতেছি, অন্যদিকে যাইয়া খেল!


শিক্ষক - পানিতে বাস করে এমন ৫টি প্রাণীর নাম বল?
ছাত্র - ব্যাঙ ...
শিক্ষক - আর ৪ টা?
ছাত্র - ব্যাঙ এর বাবা, মা, বোন আর ব্যাঙ এর ডার্লিং ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।