আমাদের কথা খুঁজে নিন

   

পোষা প্রাণীর জন্য অ্যাপস!

এত দিন অ্যাপস মানুষই ব্যবহার করত। কিন্তু প্রযুক্তির এই দুনিয়ায় শুধু মানুষের জন্যই নয় পোষা পশু-পাখিদের উপযোগী অ্যাপস তৈরি হয়েছে। চাইলে সে সব অ্যাপস দিয়ে ফেসবুক কিংবা টুইটারে টুইট করতে পারবে গৃহপালিত বা পোষা কথা বলা তোতা পাখিটি। তবে আপনার সাহায্য লাগবে। মানে হলো, আপানার পোষ্যটির হয়ে আপনিই অ্যাপসটি ব্যবহার করবেন।

পোষা প্রাণীরা যাতে সামাজিক যোগাযোগ থেকে পিছিয়ে না পড়ে সে জন্য তাদের উপযোগী অ্যাপস তৈরি করা হয়েছে। এ অ্যাপসটির নাম দেওয়া হয়েছে 'পেটিগ্রাম'। এ অ্যাপসের সাহায্যে পোষা প্রাণীর মালিক তার প্রিয় পোষ্যটির ছবি কিংবা বিশেষ কোনো মুহূর্তের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারবে।

পেটিগ্রাম আসলে একটি মোবাইল অ্যাপস। যেটি তৈরি করা হয়েছে পোষা প্রাণীদের নিয়ে যারা সারাক্ষণ মেতে থাকেন তাদের আনন্দ দেওয়ার জন্য।

পেটিগ্রামের সদস্যরা একে অপরের কাছে তার প্রিয় প্রাণীটির ছবি শেয়ার করতে পারছে। শুধু তাই নয়, প্রাণী পুষতে এই অ্যাপসের ব্যবহারকারীরা একে অপরের কাছ থেকে পরামর্শও নিতে পারবে। পেটিগ্রামের মাধ্যমে ফেসবুক ও টুইটার ব্যবহার করা যাবে। এই অ্যাপস দ্রুতই জনপ্রিয় হয়ে উঠছে পশ্চিমা দেশগুলোতে। কেননা, ওসব দেশের বাসিন্দাদের অনেকেই কোনো না কোনো প্রাণী পুষে থাকেন।

* ইনফোটেক ডেস্ক

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।