আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় শামসুর রাহমান

কবিতার ছেলে।

হে আমার প্রিয় - কবি শামসুর রাহমান যতদিন রবে কাব্য-কবিতা রবে তুমি সদা বহমান। তুমি তো লিখেছো স্বাধীনতা নিয়ে তোমাকে লিখছি আমি তোমার কবিতা ছুয়ে যায় আজ স্বাধীন বাংলা ভূমি। হে প্রেমিক কবি লিখেছো কতনা প্রেমের কবিতাধারা এ ধরাতে তুমি এনে দিলে প্রেম আবেগী হৃদয় কাড়া। তোমার বিয়োগে বাঙ্গালীরা আজ হা-হুতাশ করে বসে বাংলার বায়ু বাংলার প্রাণ কেঁদে কেঁদে পরে খসে। আকাশ বাতাস হাহাকার করে তুমি নেই ওগো দেশে একবার তুমি ফিরে এসো কবি বিপ্লবী ভানু বেশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.