আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আপানার চালাকির পরীক্ষাটা হয়ে যাক মজার কিছু প্রশ্নে... দেখি আপনি কত চালাক

সব লেখার স্বত্ব লেখকের সংরক্ষিত

আসেন আমার সাথে নিজের দ্রুত চিন্তা করার ক্ষমতাটা একটু পরীক্ষা করেন। ভয় নেই কেউ তো আর জানছে না যে আপনি কতখানি বেকুব । তাই নিজের সাথে প্রতারনা না করে দ্রুত নিচের ৪টা প্রশ্নের উত্তর দিতে হবে। চিন্তার সময় নাই। ১ম সমস্যা : আপনি একটা রেসে দৌড়াচ্ছেন।

এই মাত্র আপনি দ্বিতীয় স্থানে থাকা প্রতিযোগিকে টপকালেন। দ্রত বলুন আপনি এখন কততম পজিশনে দৌড়াচ্ছেন? ----- ----- আপনি যদি ভেবে থাকেন আপনি প্রথম স্থানে আছেন, সম্পুর্ন ভুল। আপনি দ্বিতীয় স্থানে থাকা প্রতিযোগিকে টপকে এখন দ্বিতীয় স্থানে আছেন। এখন দ্বিতীয় প্রশ্ন। এখন বলুনতো আপনি যদি রেসের শেষ স্থানে থাকা ব্যক্তিটিকে ওভারটেক করেন তাহলে এখন আপনি কততম? ---- ----- কি বললেন? আপনি শেষ থেকে দ্বিতীয়? আবারও ভুল।

বলেনতো কিভাবে 'রেসের শেষ স্থানে' থাকা ব্যাক্তিকে ওভারটেক করা সম্ভব? তৃতীয় প্রশ্ন: অংকে কেমন আপনি? মুখে মুখে একটা হিসাব করুন তো , ১০০০ এর সাখে ৪০ যোগ দেন , আবার ১০০০ যোগ দেন, এবার ৩০ যোগ দেন, আবার ১০০০ যোগ দেন এবার দেন ২০ যোগ, আবার ১০০০ যোগ দেন এবং আরো ১০ যোগ দেন । কত হলো ? --- -- ---- উত্তর কত হলো ৫০০০ নাকি? উত্তর কিন্তু হবে ৪১০০। ক্যলকুলেটর ব্যবহার করে দেখুন। শেষ প্রশ্ন : একটু সহজ দেই। একটা বোবা লোক দোকানে ব্রাশ কিনতে এসেছে।

সে দোকানদারকে দাত ব্রাশ করার নানা ভংগি করে দেখাল তারপর দোকানদার বুঝল সে ব্রাশ চাচ্ছে, সে ব্রাশ কিনে চলে গেল। এইবার এক কানা লোক এলো সানগ্লাস কিনতে। বলুনতো সে দোকানদারকে কিভাবে বোঝাবে যে সে সান গ্লাস কিনতে চায়? --- এইটা পেরেছেন বোধহয়। কানা সরাসরি বলবে যে সে সানগ্লাস কিনতে চায়। যারা চারটা প্রশ্নই ঠিক মত উত্তর করেতে পেরেছেন তারা আমার স্যলুট গ্রহন করুন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.