আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম ও মানবিকতা

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

ধর্ম ও মানবিকতার সর্ম্পক বলতে কি বোঝায়, আমি জানি না। কারন আজকের মানুষ মানবিকতার উপর যতটা না জোর দেয় তার চেয়ে কম বল খাটায় ধর্মের প্রতি, কিন্তু প্রকৃতপক্ষে বিচার করলে পৃথিবীর সেরা মানবিকতা হল, ধর্ম । কারন যা সত্য ও সহনশীল তাই তো মানবিকতা। আপনি একটা উদহারন খেয়াল করুন, মানবতার উপর যত সেমিনার ও সভা হয় সেখানে কোন রিক্সাওয়ালা কিংবা অফিসের পিয়ন যেতে পারে না, কিন্তু বায়তুল মোকাররমের জুমার জামায়াতে রাষ্ট্রপতি হতে রিক্সাওয়ালা সকলে এক কাতারে সামিল হয়। আপনি ধর্ম জানেন না, তাই মানবিকতার কথা বলেন, কিন্তু যখন আপনি সম্পূর্ন রুপে ধর্ম জানতে পারবেন, তখন আপনার মনে হবে ধর্মের চেয়ে কোন মানবিকতা বড় হবে না।

আমি মানবিকতার কথা বলি না, খোদাভীতি না হয় বাদ দিলাম, ব্যবহার বিধির উপর আসুন, পরিস্কার ধারনা নিয়ে যারা ইসলাম পালন করে তারা কখনও কাজের জন্য নিজের অধনস্তদের বকাঝকা করে না, কারন আল্লাহ তাদের সাথে ভাল ব্যবহারের নির্দেশ দিয়েছেন (কিন্তু আজকাল কার মানবতার কর্মীরা মারধর পযর্ন্ত করে, কাজের ছেলে/মেয়েদের গায়ে আগুনের ছ্যাকা দেয়, আটকে রাখে বদ্ধ ঘরে)। কিন্তু মানুষ কখনও ভাবে না, ঐ ছেলে/মেয়েটা যদি তাদের নিজের পেটের সন্তান হতো, তাহলে কি তারা পারত? না পারত না, ধর্ম ভীতি নয়, কিন্তু পালনের শর্তে অনেক মুসলমান তাদের নিজের কাজ নিজে করে, যদিও কিছু মোল্লা ধারী মানুষের অপব্যবহার আমরা ফলাও করে প্রচার করি, কিন্তু তাতে ইসলামের প্রকৃত চিত্র প্রকাশ পায় না। ইসলাম বিচার করতে হয়, ইতিহাস, ঐতিহ্য আর মুহম্মদ(স) এর জীবন আচরণ বিশ্লেষন করে। মানবিকতার কথা বললেই মানবতার বিকাশ ঘটে না, শাসন ব্যবস্থা হতে পারিবারিক কাজের বুয়া/ছেলে পর্যন্ত মানবতার লংঘন হচ্ছে। কিভাবে আপনি আমি এর রোধ করতে পারব, পারব কি? না পারব না, পারা সম্ভব নয়, আজ একজনকে জেলে দিলে কাল আরেক পাপী জন্ম নেয়, এভাবে প্রতিনিয়ত পাপীরা কলংকিত করে চলেছে সমাজ, দেশ, গোটা জীবন ব্যবস্থা।

তাই ধর্মকে জীবনের সাথে একাত্বতা করতে না পারলে মানবতার মুক্তি আসবে না, ধর্মই মানবতার মুল ভিক্তি। আসুন ধর্ম কে বুঝে গ্রহন করে, প্রকৃত ধারনা নিয়ে মানবতার কথা বলি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.