আমাদের কথা খুঁজে নিন

   

আগাম হুমকি দিল সিরিয়ান হ্যাকাররা

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সিরিয়ান হ্যাকাররা সতর্কবার্তায় জানিয়েছেন, তাদের পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করতে।
প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক এ হ্যাকাররা আরও জানিয়েছে, সামনে তারা আরও অনেক চমক নিয়ে আসবে। তারা যে রকম প্রভাব আশা করেছিলেন, ঠিক সে রকম প্রভাবই সৃষ্টি করতে পেরেছেন হ্যাকিংয়ের মাধ্যমে।
অন্যদিকে বৃহস্পতিবার যুক্তরাজ্যের সংসদে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিষয়টি নিয়ে ভোটাভোটি হয়েছে। এতে বেশিরভাগ সদস্যই চান না সামরিক হস্তক্ষেপে যুক্তরাজ্য অংশগ্রহণ করুক।
এ বিষয়ে সংসদের একজন মুখপাত্র জানিয়েছেন, এ পরিস্থিতিতে এটিই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। তিনি আরও জানান, সিরিয়ার এ পরিস্থিতিতে এখন সামরিক হস্তক্ষেপ করলে সমগ্র বিশ্বে প্রভাব পড়বে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে সিরিয়ায় আসলে কী হচ্ছে, সে সত্য বিশ্বকে জানানো।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।