আমাদের কথা খুঁজে নিন

   

“আগাম সতর্ক বার্তা”

আমি বারংবার সতর্ক করেছিলাম
কিন্তু তুমি করিলে না গ্রাহ্য।
আমার সনে তোমার এই বাঁধন
সময় থাকিতে কর ত্যাজ্য।
তুমি করনি এতোটুকু কর্ণপাত
বেদম ছোটায় ছিলে মত্ত।
আমি দৈব দৃষ্টিতে জ্ঞাত ছিলাম
অগ্রগামী পথে হা করা গর্ত।

আমি আগাম সতর্কবাণী দিয়েছিলাম-
দিয়েছিলাম দশ নম্বর মহাবিপদ সংকেত।


তুমি অবুঝ মাঝির মত হেলা করেছ
সাগরে নৌকো ভাসাবে বলে ধরেছ জেদ।
শুননি আমার কোনো কথা
আবেগের হাওয়ায় তুলেছ পাল।
ভেংগে চূর্ণ হয়েছে আমার নৌকো
তোমার ছিঁড়েছে একটু ছাল।
নৌকো হারিয়ে আমি নিঃস্ব হয়েছি
উদাসি ধ্যানে আমার জীবনধারা।
জীবনবোধ আজ পানসে হয়েছে
মায়াহীন হয়েছে এই ধরা।



ফেলে দিয়েছ বাতিলের তালিকায়
আমার সব যুক্তি-নসিহত।
অপ্রয়োজনীয় ভেবেছ আমার সতর্ক বার্তা
কেবল মূল্য দিয়েছ নিজের অভিমত।
তবুও দোষারোপের তীরে বিদ্ধ করেছ আমাকে
আজ আমি তীরের ঘায়ে আহত।
আমি আগাম নোটিশ দিয়েছিলাম তোমাকে
কেন হলে না তুমি সতর্ক?।

সোর্স: http://prothom-aloblog.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।