আমাদের কথা খুঁজে নিন

   

ভুলো মনটা আমার



অনেকেরই হয়তো এই সমস্যাটা আছে। বড়ই বিরক্তিকর। চাবির গোছা রুমে রেখে বাইরে থেকে তালা দিয়ে গেছি কতদিন। পরে তালা ভেঙে ঢুকতে হয়েছে। এখন সবসময় তালাটা কড়ার সাথে বন্ধ করে রাখি যাতে বাইরে বের হবার সময় চাবি দিয়ে সেটা খোলা লাগে।

হোস্টেল লাইফে ঢুকার পর থেকে বড় একটা ঝামেলায় পড়েছি, এখনও এর থেকে মুক্তি পেলাম না। দরকারী জিনিসপত্র যখন যেটা লাগে তখন সেটা হাতের কাছে থাকেনা। একটা জিনিস যখন বাসায় দরকার হয়, তখন সেটা থাকে হোস্টেলে, আবার হোস্টেলে কিছু দরকার হলে সেটা থাকে বাসায়, অনেক কিছু বাধ্য হয়ে দুই সেট কিনেছি দুই জায়গায় রাখার জন্য। বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে হল তিন জায়গা, আরও ঝামেলা। হোস্টেলের পাট চুকিয়ে দিয়ে ভাবলাম আচ্ছা এবার তবু একটা জায়গা কমলো।

তা কই আর কমলো, আবার এলাম জঙ্গলে - আবার সেই ঝামেলা শুরু। এবার এসে দেখি মোবাইলের চার্জার রেখে এসেছি বাসায়, দুটোই। এদিকে দুইটা সেটই কান্নাকাটি লাগিয়ে দিয়েছে চার্জ খাওয়ার জন্য। নাহ এই জিনিসেরও দুইটা সেট লাগবে। কিনলাম দুইটা চার্জার।

কারেন্ট ছিল না তাই পরীক্ষা করে দেখতে পারিনি। পরে বাসায় এসে চার্জ দিতে গিয়ে দেখি একটা কাজ করছে না। আবার যেতে হবে এটা নিয়ে। কার দোষ দিব? সব দোষতো আমার ভুলো মনের।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।