আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতির তৈরি ১০ টা সেরা ভালোবাসার প্রতীক। আশাকরি সবার ভালো লাগবে।

আমিও শিশুর মতো/ তারই মতো মেনে নিতে পারি, যতো ব্যাথা না পাবার,/ ততো কাঁদি, ততো ঠুঁকি মাথা,/ যতো ক্ষতে বয়ে চলে- এ জীবনধারা। জানি না ভালোবাসার উৎপত্তি মনে, নাকি মস্তিষ্কে। তবে ছোটোবেলা থেকে হৃদয়ের চিহ্নকেই ভালোবাসার প্রতীক বলে মনে করে এসেছি। একটু বড় হয়ে জানতে পারলাম, হৃদয় বা হৃদপিন্ড নামক যন্ত্রটা রক্তকে পাম্প করে সমগ্র শরীরে ধাবিত করছে। তাহলে ভালোবাসায় এর অবদান কতটুকু, সে প্রশ্নের জবাব আমাদের কাছে নেই।

যাইহোক, হৃদয়ের চিহ্নটি ভালোবাসার প্রতীকরূপে অনেকটা মানানসই, অনেকটাই দৃষ্টিনন্দন। বরং মস্তিষ্কের গঠনের সাথে ভালোবাসার চিহ্নের মিল খুঁজতে গেলে হয়তো হাস্যকর ব্যাপার হতো। আসুন আজ "বিশ্ব ভালোবাসা দিবস"-এ আমরা প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা কিছু ভালোবাসার প্রতীকের সাথে পরিচিত হই। প্রকৃতিও যে আমাদের উদারহস্তে ভালোবাসা দান করেছে, এই ছবিগুলোই হয়তো তার প্রমান। ১।

ক্রোয়েশিয়ার প্বার্শবর্তী দ্বীপ Galesnjak (lover's island): ২। তুরস্কের আদামা সিটির প্বার্শবর্তী একটি দ্বীপ: ৩। গ্রেট ব্যরিয়ার উপকূল সংলগ্ন কোরাল দ্বীপের একটি ক্ষুদ্র অংশ: ৪। নিউজিল্যান্ডের উপকূলবর্তী একটি বালুচর: ৫। ফিজির Tavarua আইল্যান্ড: ৬।

North wales পাহাড়ী এলাকার Glaslyn lake: ৭। গ্রিসের কাছে Prespes নামক স্থানে অবস্থিত এই গুহা: ৮। অস্ট্রেলিয়ার Uluru তে অবস্থিত Ayers পাহাড়ের ভাঁজ: ৯। দক্ষিন ভারতের Hoganakel ওয়াটার লেক: ১০। Hawaii Volcanoes National Park এর একটি আগ্নেয়গিরির জ্বালামুখ।

এর নামই বোধহয় ভয়ংকর ভালোবাসা। সবাইকে "ভালোবাসা দিবসের" শুভেচ্ছা। তথ্যসূত্র: ইন্টারনেট। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।