আমাদের কথা খুঁজে নিন

   

জাস্ট এনাদার ডে ইন প্যারাডাইস

:)

ধানমন্ডি সাত নাম্বার রোডের ঠিক সামনেই দাঁড়িয়ে যখন মলিন মুখে মেয়েটি সাহায্য চেয়ে ই যাচ্ছিল তার বাবার জন্য , যে কিনা খুব অসুস্থ্য ... ছোট্র মেয়েটিকে পথে নামতে হয়েছে ... হয়তো নামতে হয়নি এতোদিন, তুমি কেএফসি থেকে বন্ধুদের সাথে হাসতে হাসতে নেমে এলে যখন , তোমার বর্নিল সাজের কারনেই মেয়েটি ছুটে গিয়েছিল তোমার কাছে “একটু সাহায্য হবে , স্যার ? আমার বাবার অবস্থা খুব খারাপ! কিছু সাহায্য... তুমি হেটেই চলে এলে , খুব বিরক্ত মুখে। ফিরেও তাকালেনা। এমন , যেন তার কথা তোমার কানেই যায়নি! মেয়েটিতো ইনভিসিবল ছিলোনা! তুমি শিশ বাজাতে বাজাতে রাস্তা পার হয়ে চলে গেলে ... ওখানে একটু দাড়ালে খুব কি বিব্রত হতে? তোমার তো সামর্থ্য ছিলোই... আচ্ছা শোন ,দেখা হোক চাও ? ওই ছোট্ট মেয়েটির সাথে আবার, জান্নাতে ? আরেকবার ভাবো, সাহায্য করবেতো, হুম ? তাহলে আবার এমন কাউকে পেলে ফিরিয়ে দিওনা , প্লিয! মোহাম্মদপুরের ওই জায়গাটাতে , যেখানে গ্যারেজ গুলো... বাচ্চা ছেলেটা কি যেন একটা ভুল করেছিল কাজে , তাও সক্কাল বেলাতেই ! মার খেয়েছে বেদম , রক্তাক্ত হয়েছে ...তারপর থেকে কান ধরে দাঁড়িয়ে ই আছে... সকাল গড়িয়ে দুপুর শেষে এখন বিকেল... ফুপিয়ে ফুপিয়ে কান্নাটাও বন্ধ হয়েছে। গালে ময়লা পানির দাগ। এখন সে আর কারো কাছে কিছু চায়না। ঠোট উলটে গাল ফুলিয়ে রেখেছে , যদিও ওই অভিমান দেখার কেউ ছিলো না পাশে। চোখে যে রাজ্যের দুঃখ , সেটা তুমি দেখেছিলে তোমার টয়োটা সেলিকাতে হেলান দিয়ে। কিন্তু কাছে এগিয়ে গিয়ে কান থেকে হাত ছাড়িয়ে দিতে পারলেনা কেন ? সকাল থেকে কিছু না খাওয়া ছেলেটা ...... দুর্বল ছেলেটাকে কোথাও একটু বসিয়ে দিত , হালকা করে চোখ মুছে দিতে ... সে কিন্তু একটু পর পর ই কেপে কেপে উঠছিল! শোন , দেখা হোক চাও ? ওই ছোট্ট ছেলেটির সাথে আবার , জান্নাতে ? আরেকবার ভাবো, সাহায্য করবেতো, হুম ? তাহলে তোমার চারপাশে একটু তাকিয়ে দেখো, এমন অনেক বঞ্চিত শিশুরা , লাঞ্ছনার শিকার অমানবিক ভাবে। তাদের কাছে গিয়ে হাতটা ধোরো, প্লিয! Birds, trying to raise their wings.... ফটো কার্টেসিঃ আমনা উপমা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।