আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়দের প্রিয় কবিতা

পরিচয়: মানুষ; ঠিকানা: পৃথিবী; ধর্ম: মনুষ্যত্ব

জুলহাস চৌধুরী, আমার মামা ও বন্ধু- কত কত আড্ডা আর গল্প-গাছা, ফেলে আসা চায়ের চুমুক, সিগারেটের পরিত্যক্ত ছাই আজো তার সাক্ষী। যদিও এখন আমাদের মাঝে এক অদৃশ্য দূরত্বের দেয়াল তুলে দিয়েছে এই উদাসীন সময়ের ঢেউ। তবু মনে পড়ে- একদিন তার চোখে দেখেছিলাম জোছনার তুমুল অত্যাচার, ডানা ভাঙা পাখিদের ঘরে ফেরার অক্ষম চিৎকার। একদিন লাল-নীল গল্পের কথা বলতেন তিনি, জীর্ণ অচলায়তন ভেঙে শ্রেণীহীন সমাজ গড়ার স্বপ্ন দেখতেন তিনি। নদী-নক্ষত্র-বৃষ্টি নিয়ে একদিন ছুটে বেড়িয়েছেন কবিতা-অরণ্যে। আহা সে মানুষটি আজ, সময়ের নিষ্ঠুর টানে সস্তায় বিক্রি হয়ে যাচ্ছে- যান্ত্রিক জীবনের সাপ্তাহিক হাটে। আমার প্রিয় সে মানুষটির একটি কবিতা পাঠকদের জন্য... এক পৃথিবী রোদ (শামসুর রাহমান স্মরণে) তুমি সূর্যের মতো রোদ, স্বর্গের ছোঁয়া; হে শতাব্দী, হে নিবিড় হৃদয়- তোমার স্নিগ্ধতায় জেগে উঠতে চাই। সময়ের আমৃত্যু অগ্রসরে কখনো স্বপ্নের ভিতর বার বার দ্বিধা- হঠাৎ উৎসারিত জলে ফিরে এসো দৃষ্টি এক (মরুবৃক্ষ); নগরীর মুমূর্ষ সূর্যের দিকে তাকিয়ে বলে দাও- 'বৃথা এই মৃত সত্যের ঢাক।' আলোর সেতু দীর্ঘ পথ... কে তুই এই অন্ধকারে বাঁচিস নিরবধি? ধ্বংসের মাঝে কালের সঠিক সত্য: আছে ভয়- চাই দৃঢ়সংকল্প। জুলহাস চৌধুরী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।