আমাদের কথা খুঁজে নিন

   

আলফ্রেড ডবলিন

জানতে ও জানাতে ভাল লাগে

বিখ্যাত উপন্যাস 'বার্লিন আলেকজান্ডারপ্লাজ' এর লেখক আলফ্রেড ডবলিনের জন্মদিন আজ। ১৮৭৮ সালের ১০ আগস্ট জার্মানির স্টেটিনে জন্মগ্রহণ করেন তিনি। তার পরিবার বার্লিনে চলে আসেন ডবলিন যখন ছোট। সেখানেই ইউনিভার্সিটি অব বার্লিনে মেডিসিনের ওপর পড়াশোনা করেন তিনি। ছাত্র জীবনে জার্মান দর্শনের প্রতি আকৃষ্ট হন।

ইমানুয়েল কান্ট এবং আর্থার স্কাপনহরের দর্শন তাকে মুগ্ধ করে। এসময় তিনি বেশকিছু উপন্যাস লেখেন। ১৯১৫ সালে তার প্রকাশিত প্রথম উপন্যাস ছিল 'ডাই ড্রি স্প্রাংডেস ওয়াং লাং'। এ উপন্যাসের জন্য তিনি 'ফন্টেন' পুরস্কার লাভ করেন। অষ্টাদশ শতাব্দীতে চীনের রাজনৈতিক উত্তরণের ঘটনা নিয়েই এ উপন্যাসটি।

অভিব্যক্তিবাদ বিষয়ক ম্যাগাজিন ডারস্টার্মে তিনি বেশ কিছু ছোট গল্প লেখেন। প্রথম বিশ্বযুদ্ধকালে ডবলিন জার্মান সেনাবাহিনীতে একজন চিকিৎসক হিসেবে কাজ করেন। ১৯২০ সালে ডবলিন অ্যাসোসিয়েশন অব জার্মান বাইটাসে যোগ দেন এবং ১৯২৪ সালে এর সভাপতি নির্বাচিত হন। জার্মানিতে নাৎসিরা ক্ষমতায় আসার পর তিনি প্যারিসে পালিয়ে যান। ১৯৩৬ সালে তিনি ফরাসি নাগরিকত্ব লাভ করেন।

১৯৫৭ সালের ৬ জুন ডবলিনের মৃত্যু হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.