আমাদের কথা খুঁজে নিন

   

নাট্যকার বের্টোল্ট ব্রেখট

আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।

নাট্যকার বের্টোল্ট ব্রেখটের ৫৩তম মৃত্যুবার্ষিকীঃ ১৪ আগষ্ট নাট্যকার বের্টোল্ট ব্রেখটের ৫৩তম মৃত্যুবার্ষিকী। নাট্যকার বের্টোল্ট ব্রেখট (১৮৯৮-১৯৫৬) কবি হিসেবেই বেশি পরিচিত। ৪০টিরও বেশী নাটক ও অপেরা তার কাব্যখ্যাতিকে কিছুটা হলেও ম্রিয়মান করেছে। তাঁর নাটকগুলির বেশির ভাগই অন্যের রচনার উপর ভিত্তি করে লেখা।

এপিক থিয়েটার তত্ব এবং নাটকে বিযুক্তিবাদ ও প্রয়োগ নাট্যজগতে তার মৌলিক অবদান হিসাবে স্বীকৃত। ১৯৩৩ সালে নাৎসীদের অত্যাচারে দেশ ছাড়ার পর ব্রেখট বাকী জীবনটা অনেকটা ভবঘুরের মতই দেশ থেকে দেশে ঘুরে বেড়িয়েছেন; নিজের দেশ বলে তার কিছু ছিল না। কিছুদিন হলিউডে কাজ করলেও সে জায়গাটি তার পছন্দ হয়নি। পশ্চিমে তিনি নিন্দিত হয়েছিলেন কট্টর মার্ক্সবাদী হিসেবে। সাম্যবাদী সন্দেহে তাঁকে জেরা করা হয়।

১৯৪৯ সালে পূর্ব বার্লিনে ফেরত আসার পরে সেখানেও মূলধারার বাইরের নাটক লেখার কারণে সন্দেহের শিকার হন। অন্যান্য শিল্পীর মত ব্রেখটও মৃত্যুর পরেই তার শিল্পকর্মের স্বীকৃতি পান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.