আমাদের কথা খুঁজে নিন

   

মুখোশ ও মুগ্ধতা



মাঝে মাঝে আমরা মুখোশ পরে থাকি। ভাবি নিজেদরকে লুকিয়ে রেখেছি ! বেশ !! নিজের তালিয়া নিজেই বাজাই। খাবি খাই অর্ধেক জলে আর অর্ধেক স্থলে। তৈরি করি নষ্ট কোলাহল। আর চেয়ে দেখি কে কে যোগ দিলো আমাদের কাফেলায় ! বড় আজিব আমাদের মন।

মুহুর্তেই আঙুল উঁচিয়ে অস্বীকার করি নিজের অস্তিত্ব ! কিংবা একধরনের প্রতিকুল প্রতিযোগিতায় নামি কোমরে গামছা বেঁধে । হায় জীবন , হায় আমাদের ভাবনার মুন্ডুপাত ! আচ্ছা মানুষ কতটুকু নগ্ন হলে নিজেকে খু উ ব সংস্কারবাদী কিংবা আধুনিক করতে পারে - তার কোনো বয়ান কি কারো জানা আছে ? একবার এক বেদেনীর সাথে আমার সখ্যতা গড়ে উঠেছিল ! সেই বেদেনী বিদায় বেলা বলেছিল - বাবুজি, আমরা সাপের খেলা দেখাই। সাপ আমাদের পোষ মানে। কিন্তু এই সমাজের সাপগুলোকে যদি পোষ মানানো যেতো ,তবে হয়তো সমাজ টা অন্য রকম হতো ! তার কথা আমি আজও শোনি । কানে বাজে ।

দেখি মুখোশ পরে আজ যারা নিরাপদ দুরত্বে থেকে বাণী শোনাচ্ছেন - তারা আসলেই সর্প প্রজাতি। বাগানের অচেনা পুষ্পের প্রতি তাদের মুগ্ধতার বড় অভাব। তারা বাচালতায় ব্যস্ত । তার চেয়েও বেশী ব্যস্ত বগল বাজিয়ে খিস্তি খেউড় আওড়াতে !!!! ছবি- জিউসেপি ডি'আলেসিও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।