আমাদের কথা খুঁজে নিন

   

দেশের আকাশে আবার উড়বে বিমান

উড়োজাহাজ সঙ্কটের কারণে সাতটি অভ্যন্তরীণ রুটের মধ্যে পাঁচটিই বেশ কিছুদিন ধরে বন্ধ ছিলো।
আন্তর্জাতিক সংযোগ ফ্লাইটের অংশ হিসেবে এতদিন শুধু সিলেট ও চট্টগ্রামের যাত্রীরা বিমানে ঢাকা আসা-যাওয়া করতে পারতেন।
নভেম্বর থেকে যশোর, রাজশাহী, কক্সবাজার ও সৈয়দপুরেও ফ্লাইট চালু হবে বলে বিমানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেভিন স্টিল সোমবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
“এছাড়া সিলেট ও চট্টগ্রামে প্রতিদিন সকাল ও বিকালে ফ্লাইট তো থাকছেই,” বলেন তিনি।  
আগামী দুই মাসের মধ্যে অভ্যন্তরীণ এ সব গন্তব্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে জানান বিমান এমডি।


বিমানের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, অভ্যন্তরীণ রুটে যাত্রী সংখ্যা এখন বেড়েছে বলে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
কেভিন স্টিল জানান, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য দুটি টার্বোপ্রুপ মডেলের উড়োজাহাজ ভাড়ায় আনার প্রক্রিয়া চলছে।
এ ধরনের উড়োজাহাজ তেল ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী। “আশা করছি, এই রুটগুলো বিমানের জন্য লাভজনক হবে,” বলেন বিমানের প্রথম বিদেশি এমডি।
এদিকে সরকারি সংস্থার অভ্যন্তরীণ রুটে ফেরা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য হুমকি হতে পারে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলম।


বিমান পরিচালনা পর্ষদের সাবেক এ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্য কেউ হয়তো বিমানের এ সিদ্ধান্তকে স্বাগতই জানাবে, কিন্তু আমি এটাকে এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য পজিটিভলি দেখছি না। ”
তার মতে, বাজার ছোট বলে এতে প্রতিযোগিতায় টিকতে পারবে না বেসরকারি প্রতিষ্ঠানগুলো।
দেশের বাজারের পরিবর্তে বিদেশের বাজারকে বিমানের গুরুত্ব দেয়া উচিত বলে মনে করেন কাজী ওয়াহেদ।
হজের জন্য আসছে চারটি উড়োজাহাজ
আগামী হজ মৌসুমের আগে অন্তত চারটি উড়োজাহাজ ভাড়ায় আনার পরিকল্পনা করেছে বিমান।
বলাকা ভবনে ওই সংবাদ সম্মেলনে কেভিন স্টিল বলেন, সেপ্টেম্বরের প্রথম দিকে শুরু হতে যাওয়া হজ মৌসুমের আগেই সুপরিসর চারটি উড়োজাহাজ সংগ্রহের কাজ চলছে।


এর মধ্যে অন্তত দুটো উড়োজাহাজ নেয়া হবে ৫ বছরের জন্য ড্রাই লিজে, যেগুলো হজ মৌসুমের পরেও বিমানবহরে যুক্ত থাকবে।
আর অন্য দুটো ড্রাই কিংবা ওয়েট যে কোনো প্রক্রিয়ায় ভাড়া নেয়া হতে পারে বলে বিমান এমডি জানান।
এভিয়েশনের ভাষায় সাধারণত দুই প্রক্রিয়ায় উড়োজাহাজ ভাড়ায় আনা যায়। ড্রাই লিজ পদ্ধতিতে সাধারণত দীর্ঘ মেয়াদে শুধু উড়োজাহাজ ভাড়ায় আনা হয়। এ পদ্ধতিতে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভাড়ায় আনা প্রতিষ্ঠানটির ওপর থাকে।


ওয়েট লিজ আনা হয় স্বল্প মেয়াদে। এ পদ্ধতিতে আনা উড়োজাহাজের সাথে বৈমানিক ও ক্রুও ভাড়ায় আনা হয়। উড়োজাহাজের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে ভাড়াদাতা প্রতিষ্ঠানটির।
কেভিন বলেন, এ বছর হজ মৌসুমে ৬৫ হাজার হজযাত্রী পরিবহন করবে বিমান। এ জন্য বিমান সব ধরনের প্রস্তুতিই নিয়েছে।


বিমানের সেবার মান বাড়াতে কৌশলগত অংশীদার এবং শতভাগ বিমান মালিকানায় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য একাধিক প্রস্তাবনা দেয়ার কথাও জানান কেভিন।
“আমরা গাঁটছড়া বাঁধতে চাই এমন কোনো এয়ারলাইন্সের সঙ্গে, যার সেবা ও সুনাম সর্বজনবিদিত। ”
এ বিষয়টি বিমানের ট্রেড ইউনিয়নগুলোকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.