আমাদের কথা খুঁজে নিন

   

প্রশিকা ভবন দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশত আহত



মিরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকার কেন্দ্রীয় কার্যালয় দখলের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। বোর্ড অব ডিরেক্টর্সের সভায় অপসারিত প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ সদলবলে কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে সংঘর্ষের এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশিকা কর্মী ও স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাজী ফারুকের সমর্থক ২-৩শ’ প্রশিকা কর্মী প্রধান কার্যালয়ে ঢোকার চেষ্টা করলে ভেতরে অবস্থান করা প্রশিকা কর্মীরা বাধা দেয়। সেসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।

পরে ব্যাপক সংখ্যক পুলিশ অবস্থান নিলে সংঘর্ষ থামে। দুপুর ১২টার দিকে জয়বাংলা শ্লোগান দিয়ে কাজী ফারুকের নেতৃত্বে শতাধিক কর্মী আবার প্রশিকা ভবনে ঢোকার চেষ্টা করলে সংঘর্ষ বাধে ও বেশ কয়েকজন আহত হয়। নিজেকে প্রশিকার বৈধ চেয়ারম্যান দাবি করে কাজী ফারুক সাংবাদিকদের জানান, সকালে তার লোকজন অফিস করতে গেলে ভেতরে অবস্থানকারী জামায়াত-শিবিরের সমর্থনপুষ্ট গ্রুপটি তাদের ওপর হামলা চালায়। অপরদিকে প্রশিকার পরিচালক আবদুর রব জানান, ২৪ মে বোর্ড অফ ডিরেকটরসের সভায় কাজী ফারুককে অপসারণ করা হয়েছে। দুপুর ১টার দিকে কাজী ফারুক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগের কারণে কাজী ফারুককে গত ২৪ মে প্রশিকার চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয়া হয়। তবে এর বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে গেছেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।