আমাদের কথা খুঁজে নিন

   

শুনলাম তুমি খুব সম্ভ্রান্ত হয়েছো

কবিতা উৎপাদন মূলক, শরীরবৃত্তীয়

তোমার প্রযত্ন ভুলে বর্ষায় জল ডুবু হয়ে আছি প্রাণ শুনলাম তুমি খুব সম্ভ্রান্ত হয়েছো এখন গণিত-গন্ধী পাপে সুবাতাস বয়ে নাও সংসারে বর্ষায় আহা বর্ষায় মাটির ঘ্রান উঠে এলে হাওয়ায় মামলা-মোকদ্দমা পাহাড়ের ঢল বেয়ে প্রেম হয়ে শহরে নামে কোর্টহিল, চট্টগ্রাম প্রানের প্রযত্ন ভুলে সুবাতাস বয়ে নাও সংসারে তোমার এবং শুনলাম তুমি খুব সম্ভ্রান্ত হয়েছো আবার সারাদিন মেঘ গেলে পরে আবার আকাশ ঝিমুলো, দিন চলে যায়, বর্ষায় আর বর্ষায় আর বর্ষায়..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।