আমাদের কথা খুঁজে নিন

   

চিকিৎসক নিয়োগের ঘোষণাতেই তৎপর স্বাচিপ-- সোনার বাংলা চিকিৎসক পরিষদ

ফেসবুক আইডি:নাই
এডহক ভিত্তিতে কয়েক হাজার চিকিৎসক নিয়োগে প্রধানমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে তৎপর হয়েছে উঠেছে আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। কোনও বিজ্ঞাপন এখন পর্যন্ত না হলেও ওই পদগুলোতে নিজেদের লোক ঢোকাতে তালিকা তৈরি শুরু করেছে তারা। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) স্বাস্থ্য খাতে নিয়োগ কুক্ষিগত করে রেখেছিল বলে অভিযোগ রয়েছে। দিন বদলের প্রতিশ্র"তি দিয়ে আওয়ামী লীগ এবার ক্ষমতায় গেলেও এখন আগের ধারায়ই চলতে চাইছে স্বাচিপ। গত ১০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্ষপূর্তির অনুষ্ঠানে ৬ হাজার চিকিৎসক পদ শূন্য রয়েছে জানিয়ে এডহক ভিত্তিতে নিয়োগের ঘোষণা দেন।

এর আওতায় নিয়োগ পেতে স্বাচিপ সারাদেশ থেকে ৮০০ চিকিৎসকের একটি তালিকা ইতোমধ্যে তৈরি করেছে। তালিকা প্রণয়নের কাজ এখনও চলছে। এ তালিকার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে বলে স্বাচিপ নেতারা বলছেন বলে অনেক চিকিৎসক জানিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাচিপের কয়েকজন নেতা-কর্মী (ইন্টার্নি সমাপ্ত করা বা শেষ পর্যায়ে আছেন) চিকিৎসকদের দিয়ে একটি ফরম পূরণ করাচ্ছেন। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন হাসপাতালের সার্জারি বিভাগের অনারারি মেডিকেল অফিসার ও স্বাচিপের ছাত্রবিষয়ক সহসম্পাদক ডা. রাজিবুল হক রনি।

গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের ডক্টরস কেন্টিনে ডা. রনি চিকিৎসকদের নিয়ে একটি বৈঠকও করেন। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, "ওই বৈঠকে রনি সবার হাতে একটি ফরম ধরিয়ে দিয়ে তা পূরণ করতে বলেন। তিনি বলেন, এ ফরমগুলোর ভিত্তিতে যাচাই-বাছাই করে তালিকা তৈরি করা হবে ও নিয়োগ দেওয়া হবে। স্বাচিপের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। "রনি ও তার সহকর্মীরা উপস্থিত সবাইকে বলে দেয়, বিএনপি সমর্থক ড্যাব-এর কর্মী-সমর্থকরা যেন কোনোভাবেই এ ফরম পূরণ করতে না পারে।

এমনকি বিতরণ করা ফরম ফটোকপি করে কেউ যেন জমা দিতে না পারে, সে জন্য সতর্কতা হিসেবে ফরমের পিছনে স্বাক্ষর করে দেওয়া হচ্ছে। " ফরম বিতরণ ও তালিকার তৈরির বিষয়টি স্বীকার করে রাজিবুল হক রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা মেডিকেল কলেজের যে সব চিকিৎসককের চাকরি হয়নি, তাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। আমরা চাই ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের চাকরি হোক। কারণ তারা মেধাবী। " এ তালিকা দিয়ে কী করা হবে- জানতে চাইলে তিনি বলেন, "প্রয়োজন হলে দেখব, কী করা হবে।

" হাসপাতালের ডক্টরস কেন্টিনে রোববার দুপুর ১টার দিকে বৈঠক করে পূরণ করা ফরম জমা নেওয়া হয়। নতুন করে আবার ফরম বিতরণ করা হয়। কয়েকজন চিকিৎসককে দায়িত্ব হয়েছে ফরম বিতরণ ও গ্রহণের। চিকিৎসকরা জানিয়েছেন, যাদের ইন্টার্নি শেষ হয়ে গেছে কিন্তু বিসিএস হয়নি তাদের মধ্যেই ফরম বিতরণ করা হচ্ছে। এদের অনেকের ইন্টার্নি শেষ হয়ে গেলেও অবৈধভাবে তারা ইন্টার্নি হোস্টেলে অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে।

তবে এ ধরনের তালিকা তৈরির জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়নি বলে জানান স্বাচিপ সভাপতি রুহুল হক। "স্বাচিপের পক্ষ থেকে কাউকে এ ধরনের কোনও দায়িত্ব দেওয়া হয়নি। এছাড়া এখনও নিয়োগের বিজ্ঞাপনই তো দেওয়া হয়নি। " স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, "অ্যাডহক নিয়োগের জন্য আইন সংশোধন করা হয়েছে। নিয়ম মেনে স্বচ্ছভাবেই নিয়োগ দেওয়া হবে।

কোনও ধরনের স্বজনপ্রীতি বা দলীয় প্রীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। "
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.